For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা নিয়ে 'সম্ভবনাময়' গবেষণার শেষপ্রান্তে ছিলেন চিনা এই গবেষক! কোন পরিণতি ঘটল তাঁর

  • |
Google Oneindia Bengali News

করোনা ইস্যুতে একের পর এক ঘটনা বারবার চিনের দিকে সন্দেহ বাড়িয়ে দিচ্ছে। আর এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক তোপ দেগেছে চিনের বিরুদ্ধে। চিনে যে মহিলা প্রথমবার করোনা নিয়ে মুখ খুলেছিলেন তাঁর নিখোঁজ হওয়ার ঘটনার পর, এবার এক চিনা গবেষককে নিয়ে তোলপাড় আমেরিকায়।

পেনসিলভেনিয়ায় চাঞ্চল্য

পেনসিলভেনিয়ায় চাঞ্চল্য

করোনা নিয়ে বহুদিন ধরেই চিনা গবেষক বিং লিউ গবেষণা করছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাসিন্দা ছিলেন তিনি। জানা গিয়েছিল যে গবেষণার শেষ পর্যায়ে এসে গিয়েছিলেন লিউ। এরপরই তাঁকে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। দেখা গিয়েছে গুলিবিদ্ধ অবস্থায় বাড়িতে পড়েছিলেন তিনি।

পুলিশের ধারণা

পুলিশের ধারণা

মার্কিন পুলিশ খবর পেতেই ঘটনাস্থলে আসে। তারা জানতে পারে, কোনও এক আততায়ী গবেষকের বাড়িতে ঢুকে তাঁকে খুন করে । এরপরই আরও একজনের মৃতদেহ উদ্ধার হয়। যিনিও চিনা নাগরিক বলে খবর। সেই বছর ৪৬ এর ব্যক্তিকে একটি গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। চিনা গবেষক ও আরও এক ব্যক্তির এমন মৃত্যু রীতিমতো সন্দেহ তৈরি করছে।

 মৃত্যু নিয়ে কিছু তথ্য

মৃত্যু নিয়ে কিছু তথ্য

পুলিশের ধারণা , গবেষককে খুন করা হয়েছে। অন্যদিকে, গাড়িতে যে ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে তিনি আত্মঘাতী। তবে দুটি হত্যার কোনো যোগসূত্র রয়েছে কী না , তা নিয়ে তদন্তে পুলিশ।

 সার্স কোভিড নিয়ে গবেষণা!

সার্স কোভিড নিয়ে গবেষণা!

এদিকে, সার্স কোভিড২ নিয়ে গবেষণা করছিলেন লিউ। তিনি সেলুলার মেকানিজম নিয়ে গবেষণা করেন। নিজের গবেষণার প্রায় শেষ পর্যায় লিউ আসতেই এমন হত্যাকাণ্ড। ফলে সন্দেহ থেকেই যাচ্ছে।

English summary
Researcher from China on 'Verge of Making Significant' Covid-19 Findings Shot Dead in US Home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X