For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পৃথিবীতে অক্সিজেনের মাত্রা ক্রমহ্রাসমান, সতর্কবাণী বিজ্ঞানীদের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে গত ৮ লক্ষ বছরে পৃথিবীর অক্সিজেনের মাত্রা ০.৭০ শতাংশ হারে হ্রাস পেয়েছে। বিজ্ঞান গবেষণা সংক্রান্ত সায়েন্স পত্রিকায় এই নিয়ে গবেষণাপত্রটি প্রকাশ করা হয়েছে। [নারী-পুরুষ একে অপরকে ছাড়াই জন্ম দিতে পারবে সন্তানের!]

জানা গিয়েছে, মেরুপ্রদেশ ও গ্রিনল্যান্ডের নানা জায়গা থেকে বরফ সংগ্রহ করে তা পরীক্ষার পরই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বিজ্ঞানীরা। [আমাজনে 'ফুটন্ত নদী'-র সন্ধান পেলেন বিজ্ঞানীরা]

পৃথিবীতে অক্সিজেনের মাত্রা ক্রমহ্রাসমান, সতর্কবাণী বিজ্ঞানীদ

বিজ্ঞানীরা আঁচ করেছিলেন যে পৃথিবীর অক্সিজেনের মাত্রা ধীরে ধীরে কমছে। গত কয়েক লক্ষ বছর ধরেই এটি হয়ে আসছে। তবে ঠিক কীভাবে ও কতোটা হারে এই হ্রাস হচ্ছে তা জানা ছিল না কারও। [মেরু প্রদেশের বরফে ১৩০ কিলোমিটার দীর্ঘ ফাটল]

এর পাশাপাশি পৃথিবীতে অক্সিজেনের ইতিহাস নিয়েও বিজ্ঞানীরা আরও তথ্য সংগ্রহ করতে চাইছিলেন। কারণ ভূরাসায়নিক চক্রের উপরে এর গভীর প্রভাব রয়েছে। এবং এর ইতিহাস সম্পজ্ঞকে জানতে পারলে গবেষণা আরও সহজ হবে। [পৃথিবীর গভীরতম 'সিঙ্কহোল'-এর খোঁজ মিলল দক্ষিণ চিন সাগরে!]

এসব ভেবে গবেষণা শুরু করেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের একটি ছোট বিজ্ঞানী দল। এবং মেরু প্রদেশ ও গ্রিনল্যান্ডের বরফ ও তার মধ্যে জমে থাকা বায়ু পরীক্ষা করে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন তাঁরা।

তবে পাশাপাশি বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন যে, এই ঘাটতির ফলে আপাতভাবে ভয়ের কিছু নেই। বিজ্ঞানীরা মনে করছেন, মূলত দুটি কারণে এই অক্সিজেনের ঘাটতি হতে পারে।

প্রথমত, সর্বত্র পদার্থের ক্ষয়শীলতার কারণে পৃথিবী ধাতু ও জৈব যৌগে ভরে গিয়েছে। যা অক্সিজেন শুষে নিচ্ছে। এছাড়া দ্বিতীয়ত, মহাসাগরে অক্সিজেন শোষণকারী জীবাণুর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। যার ফলে এই অক্সিজেন হ্রাস বলে মনে করছেন বিজ্ঞানীরা।

English summary
Research says atmospheric oxygen levels have fallen 0.7 percent on earth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X