করোনা সংক্রান্ত তথ্য গোপন নিয়ে প্রশ্ন! ফের সাংবাদিকের কণ্ঠরোধের চেষ্টা চিনের
একের পর এক সম্ভাব্য ভ্যাকসিনের আবিষ্কারে বর্তমানে কিছুটা হলেও ব্যাকফুটে করোনা। অন্যদিকে করোনার সম্ভাব্য জন্মস্থল উহানের এক সাংবাদিকের কন্ঠ রোধ করার চেষ্টা শুরু করল চিন সরকার। গবেষকদের মতে, যেখানে গত বছরের ডিসেম্বরেই চিনে হানা দিয়েছিল করোনা, সেখানে এ বছরের মে থেকে 'নাগরিক সাংবাদিক' হিসেবে করোনার বিষয়ে তথ্য সম্প্রচারের কারণে সোমবার মামলার মুখে পড়লেন উহানের ওই নাগরিক।

পাঁচ বছরের কারাদণ্ডের সম্ভাবনা
জানা গেছে, ঝ্যাং ঝান নামক ওই প্রাক্তন উকিল সোশ্যাল মাধ্যমকে হাতিয়ার করে নাগরিক সাংবাদিকতার দায়িত্ব সামলাচ্ছিলেন। চিন সূত্রের খবর, করোনা সংক্রমণের প্রাথমিক ধাপেই জনসাধারণের মধ্যে 'অশান্তি ও আতঙ্কের' বাতাবরণ তৈরির করার কারণে প্রায় পাঁচবছরের কারাবাসের সাজা হতে পারে ওই নাগরিক সাংবাদিকের। সোমবার সকালে সাংহাইয়ের পুডং জেলা আদালতের বাইরে সাংবাদিকরা ঝ্যাংয়ের সমর্থনে জমায়েত করলেও পুলিশবাহিনী তাঁদের সরিয়ে দেয়।

জুন থেকেই অনশনে ঝ্যাং
ঝ্যাংয়ের উকিল রেন কোয়ানিউয়ের মতে, চিন সরকারের তথ্য গোপনের বিরুদ্ধে জুন মাস থেকেই অনশন শুরু করেন ৩৭ বছরের ঝ্যাং। যদিও নাকে পাইপ প্রবেশ করিয়ে বলপূর্বক তাঁকে খাওয়ানোর ব্যবস্থা করে প্রশাসন। রেন জানান, কারাদণ্ডের শাস্তি দিলে ঝ্যাং অনশন চালিয়ে যাবেন। যদিও সেদেশের সংবাদমাধ্যমের মতে, বড়দিন ও নববর্ষের মাঝে এমন অস্বচ্ছ মামলা-মোকদ্দমা প্রায়শই চালায় জিনপিং সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, উহানে হু-এর বিশেষ পরিদর্শকদল আসার মাত্র একসপ্তাহ আগেই এমন ট্রায়াল শুরু করল চিন, যাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে।

ঝ্যাংয়ের স্বাস্থ্যের বিষয়ে উদাসীন সরকার
এদিকে লাগাতার পুলিশি হেফাজতে থাকার দরুণ ঝ্যাংয়ের স্বাস্থ্যের অবনতি ঘটেছে, এমনটাই জানালেন ঝ্যাংয়ের উকিল। ঝ্যাং কেকের মতে, "ঝ্যাং এতটাই দুর্বল যে শৌচাগারে যেতে গেলেও ওনার সঙ্গের প্রয়োজন পড়ে।" সূত্রের খবর, পরিবার-পরিজন ও বন্ধুমহলের অনুরোধ সত্ত্বেও অনশন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ঝ্যাং। জানা গেছে, আইনরক্ষকরা চার-পাঁচ বছরের কারাবাসের সাজা শোনালেও নিজ সিদ্ধান্তে অনড় ঝ্যাং!

সরকারের বিরুদ্ধে মুখ খোলার শাস্তি ?
গত ফেব্রুয়ারি মাসে একটি প্রবন্ধে সরাসরি জিনপিং সরকারকে আক্রমণ করতে দেখা গিয়েছিল ঝ্যাংকে। সরকারের বিরুদ্ধে করোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ আনেন ওই প্রাক্তন উকিল। সরকারের বিরুদ্ধে 'মানবাধিকার লঙ্ঘন'-এর মত গুরুগম্ভীর অভিযোগ আনেন ঝ্যাং। অন্যদিকে চিনের মানবাধিকার রক্ষক স্বেচ্ছাসেবী সংস্থার আধিকারিক লিও ল্যান জানিয়েছেন, "মানুষকে ভয় দেখানোর উদ্দেশ্যে এই মামলাকে হাতিয়ার করতে চাইছেন প্রশাসন।"
আজ থেকেই দেশে শুরু করোনা ভ্যাকসিন প্রয়োগ! আপনি কবে পেতে পারেন টিকা?