For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চন্দ্রদেবতার জন্য বলি ১৪০ জন শিশু, জেনে নিন কোথায়

ধর্মের নামে ১৪০ জনেরও বেশি শিশুকে বলি দেওয়া হয়েছিল আরও প্রায় ২০০টি লামার সঙ্গে । বিজ্ঞানীরা বলছেন আজ থেকে প্রায় ৫৫০ বছর আগে।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

ধর্মের নামে ১৪০ জনেরও বেশি শিশুকে বলি দেওয়া হয়েছিল আরও প্রায় ২০০টি লামার সঙ্গে । বিজ্ঞানীরা বলছেন আজ থেকে প্রায় ৫৫০ বছর আগে। 1সেই শিশুদের দেহাবশেষ মিলেছে পেরুর উত্তরাংশের লা লিবের্তাদ এলাকার উপকূলবর্তী শহর ত্রুহিও শহরের উপকন্ঠে একটি পাহাড়ের চুড়ায়। এর আগে আজটেক, মায়া, ইনকা অনেক লাতিন আমেরিকান জনজাতির শিশু বলির কথা জেনেছে বিশ্ব। স্প্যানিশ কনকুইস্তাদোররা সেসব ভয়ঙ্কর আচারের কথা লিখেও গিয়েছেন। কিন্তু একসঙ্গে এত শিশুকে বলি দেওয়ার কথা জানা গেল ইতিহাসে প্রথমবারের মতো। আসলে লা লিবের্তাদ এলাকায় এর আগে চিমু নামে এক প্রাচীন উপজাতি বাস করতো। তারা চাঁদের উপাসক ছিল। এছাবা তাদের সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না।

চন্দ্রদেবতার জন্য বলি ১৪০ জন শিশু, জেনে নিন কোথায়

এই প্রত্নতাত্ত্বিক অভিযানটি চালিয়েছে একটি আন্তর্জাতিক দল, যার নেত্ৃত্বে ছিলেন ন্য়াশনাল জিওগ্রাফিকের অভিয়াত্রী গাব্রিয়েল প্রিয়েতো এবং নিউ অরলিন্সের তুলানে বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ববিদ জন ভেরানো। তারা খননের কাজ শুরু করেছিলেন ২০১১ সালে। ওই পাহাড়ের কাছেই একটি ৩৫০০ বছরের পুরনো মন্দির পাওয়া গেছিল। মন্দির চত্ত্বরেই ৭৬ টি লামার সঙ্গে ৪২টি শিশুরও দেহাংশ মিলেছিল। সেই থেকেই খোঁজ শুরু হয়, যার শেষে ১৪০ঃএর এপর শিশুর দেহাংশ মিলেছে, তার সঙ্গে পাওয়া গেছে কিছু দড়ি ও কাপড়ের অংশ যা বিজ্ঞানীরা দাবি করছেন ১৪০০ বছরের পুরনো।

এখানেই শেষ নয়, দেহাংশগুলি পরীক্ষা করে আরও তথ্য় পেয়েছেন তাঁরা। ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় বলা হয়েছে শিশু ও পশু দুধরণের দেহাংশেই তারা স্টারনাম হাড় ও পাঁজরের হাড় ভাঙা অবস্থায় পেয়েছেন। এর থেকে তাঁদের অনুমান, তাদের দেহ থেকে পহৃৎপিন্ড উপরে নেওয়া হয়েছিল। বলি দেওয়া মানব শিশুদের বয়স ছিল ৮ থেকে ১২-র মধ্যে। অদ্ভুত ব্যাপার বলি দেওয়া পশুগুলিও ছিল শাবক, সবারই বয়স ১৮ মাসের নিচে। এবং বলির পর তাদের কবর দেওয়া হয়েছিল পূর্ব-মুখি করে।

ধর্মের নামে বলি, হত্য়া এখনও চলছে। শিশু হত্যাও বিরল ঘটনা নয়। তবে একসঙ্গে এত শিশুর বলির ইতিহাস এর আগে মেলেনি। এমনকি খনন চালাতে চালাতে শিউরে উঠেছেন অভিজ্ঞ প্রত্নতত্ত্ববিদ, নৃতত্ত্ববিদরাও।

English summary
Remains of 140 children found in Peru, pointing to world’s largest ancient child sacrifice
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X