For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে’, ভারত সফরে এসে মন্তব্য হাসিনার

  • |
Google Oneindia Bengali News

ইডেনের মাটিতে প্রথম দিন-রাতের ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ ঘিরে মানুষের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। গত শুক্রবার ভারত সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন, "ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে"। পাশাপাশি আগামীতে এই অবস্থাকে বজায় রাখার ইচ্ছেও প্রকাশ করেন তিনি।

ভারত-বাংলাদেশ মৈত্রী বজায় রাখার ডাক হাসিনার

ঘরোয়া বৈঠকে মুখোমুখি মমতা-হাসিনা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শুক্রবার কলকাতার একটি অভিজাত হোটেলে বৈঠক সেরে ভারত বাংলাদেশ সুসম্পর্ক বজায় রাখার ইচ্ছে প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের খবর এই বৈঠকে তারা ভারত বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলির সাথে মৈত্রী বজায় রাখার বিষয়টি নিয়েও আলোচনা করেছেন৷ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বৈঠকটিকে 'ঘরোয়া' এবং 'সৌহার্দ্যপূর্ণ' অভিহিত করে হাসিনা কে আবারও বাংলায় আসার আমন্ত্রণ জানান।

ভারতের জনগণ ও সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন হাসিনার

ভারত-বাংলাদেশের ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট ম্যাচের প্রথম দিনে ভারত সফরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, "আমি আমার দেশের মানুষদের কাছ থেকে বাংলার মানুষের জন্য শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছি। সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে দুটি দেশের মধ্যে প্রথম ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট খেলার সাক্ষী হতে পেরে আমি আনন্দিত।" অন্যদিকে বাংলাদেশের মুক্তি যুদ্ধে ভারতের অবদানের কথা স্বীকার করে হাসিনা দেশের মানুষ ও ভারত সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন সংবাদ সম্মেলনে জানান, "আমিও হাসিনাকে আবার আমন্ত্রণ জানিয়েছি। বাংলাদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মৈত্রী বজায় রাখার বিষয়ে আমাদের একটি বিশদ আলোচনাও হয়েছে এবং এটিকে আমরা আগামী এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।"

English summary
Hasina calls for maintaining Indo-Bangladesh friendship
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X