For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইরানের মসজিদে উড়ছে লাল পতাকা! কোন আশঙ্কায় তেহরানবাসী

শুক্রবার থেকে মধ্যপ্রাচ্যের বুকে মার্কিনি হামলার জেরে রীতিমতো তোলপাড় গোটা আন্তর্জাতিক আঙিনা। এরইমধ্যে ইরানের তরফে খামেনি প্রচ্ছন্নভাবে হুমকি দিয়েছেন মার্কিন মুলুককে।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার থেকে মধ্যপ্রাচ্যের বুকে মার্কিনি হামলার জেরে রীতিমতো তোলপাড় গোটা আন্তর্জাতিক আঙিনা। এরইমধ্যে ইরানের তরফে খামেনি প্রচ্ছন্নভাবে হুমকি দিয়েছেন মার্কিন মুলুককে। অন্যদিকে, তার পাল্টা হিসাবে এদিন ট্রাম্প জানিয়ে দিয়েছেন , ইরান হামলা করলে পাল্টা জোরালো জবাব দেবে আমেরিকাও। এরইমধ্যে ইরানের এক মসজিদে একটি লাল পাতাকার উত্তোলন নিয়ে নয়া শঙ্কা বিশ্বজুড়ে।

ইরানের মসজিদে লাল পতাকা!

ইরানের জামকরন মসজিদে উড়তে দেখা যাচ্ছে লাল পতাকা। যা নিশ্চিতভাবে যুদ্ধের আহ্বায়ক বলে মনে করা হচ্ছে। মার্কিন হামলায় ইরানের জেনারেল সুলেমানির মৃত্যু ঘিরে গোটা ইরান ফুঁসছে ক্ষোভে। আর এমন পরিস্থিতিতে মসজিদের পবিত্র তোরণ থেকে এমন পতাকা নিঃসন্দেহে আতঙ্ক বাড়িয়েছে তেহরানবাসীর।

প্রতিশোধের বার্তা

শিয়া অধ্যুষিত ইরানের একাংশ মনে করছে মসজিদে লাল পতাকা মানেই যুদ্ধের দামামা বেজে যাওয়া। আর এই লাল পাতাকা যেন প্রতিশোধের বার্তাকেই জোরালো করে দিচ্ছে। এদিকে,এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের 'পাল্টা জোরালো হামলা'র বার্তা পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

 কেন ইরানের ৫২ টি জায়গাকেই বেছে নিচ্ছে আমেরিকা আক্রমণের জন্য?

কেন ইরানের ৫২ টি জায়গাকেই বেছে নিচ্ছে আমেরিকা আক্রমণের জন্য?

ট্রাম্প স্পষ্ট বার্তায় জানিয়ে দিয়েছে, ১৯৭৯ সালে তেহরানের মার্কিন দূতাবাসে ৫২ জন মার্কিনীকে পণবন্দি করা হয়েছিল। আর সেই ঘটনার প্রতিশোধেই এক্কেবারে সংখ্যা ধরে ইরানের ৫২ টি জায়গাকে বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এই এলাকাগুলিতে মার্কিন সেনা তখনই হামলা চালাবে , যদি ইরান মার্কিনের ওপর হামলার ছক কষে থাকে! এমনই হুমকি দিয়েছে আমেরিকা।

সুলেমানি নিয়ে আমেরিকা-ইরানের দ্বৈরথের মাঝে দোটানায় ভারতসুলেমানি নিয়ে আমেরিকা-ইরানের দ্বৈরথের মাঝে দোটানায় ভারত

English summary
Red Flag Over Mosque in Iran, it Has Left Everyone Worried.As the ongoing tension between the United States and Iran is only escalating, Iran has hoisted a red flag over the Holy Dome of Jamkaran Mosque. A video of this has left the world unsettled as it is being said that a mosque, as it is a place of worship, never hoists a red flag.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X