For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গি হামলার সম্ভাবনা, ইসলামাবাদে মার্কিন দূতাবাসে জারি লাল সতর্কতা

জঙ্গি হামলার সম্ভাবনা, ইসলামাবাদে মার্কিন দূতাবাসে জারি লাল সতর্কতা

Google Oneindia Bengali News

বর্ষ শেষের উৎসবের আনন্দের ফাঁকে হতে পারে জঙ্গি হামলা। পাকিস্তানে মার্কিন দূতাবাসে জারি করা হল লাল সতর্কতা। দূতাবাসের কর্মীদের ম্যারিয়ট হোটেল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনও সময়ে জঙ্গিরা তাঁদের উপরে হামলা চালােত পারে বলে সতর্ক করেছে মার্কিন প্রশাসন।

 ইসলামাবাদে মার্কিন দূতাবাসে জারি লাল সতর্কতা

সামনেই আসছে বর্ষ শেষের উৎসবর। গোটা বিশ্ব বর্ষবরণের উৎসবে মাতবে। আর এই সুযোগে হামলা চালাবে জঙ্গিরা। টার্গেটে পাকিস্তানের মার্কিন দূতাবাসের কর্মীরা। ইন্টালিজেন্স মারফৎ এমনই সম্ভাবনার কথা জানতে পেরেছে আমেরিকা। তারপরেই সতর্কতা জারি করা হয়েছে। ইসলামাবাদে মার্কিন দূতাবাসকে সতর্ক করে জানানো হয়েছে মার্কিন দূতাবাসীর কর্মীরা যেন ইসলামাবাদে ম্যারয়ট হোটেল সহ একাধিক পাঁচতারা হোটেল এড়িয়ে চলেন। কারণ সেই জায়গা গুলিতেই তাঁরা জঙ্গিদের নিশানায় পড়তে পারেন।

সূত্রের খবর গত কয়েকদিন ধরেই পাকিস্তানে একাধিক জায়গায় জঙ্গি হামলার ঘটনা ঘটে চলেছে। সেই থেকেই শঙ্কা প্রকাশ করা হচ্ছে বর্ষবরণের উৎসবের সুযোগে নাশকতার ছক কষছে জঙ্গিরা। মার্কিন দূতাবাসের কর্মীদের টার্গেট করছে তারা। এবার তাই আগে থেকে সতর্কতা জারি করা হয়েছে। ইসলামাবাদের বড় বড় হোটেলেকে টার্গেট করছে জঙ্গিরা। সেকারণে বর্ষবরণে উৎসবে ইসলামাবাদের জে ডব্লু ম্যারিয়ট হোটেলে বর্ষ বরণের উৎসবে সামিল হতে নিষেধ করা হয়েছে।

English summary
Red alert issued in Pakistan US ambasy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X