For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এয়ার বাস এ-৩২০ দুর্ঘটনার সময় সিটে ছিলেন না এক পাইলট, ব্ল্যাকবক্স থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এল

  • |
Google Oneindia Bengali News

প্যারিস, ২৬ মার্চ : ফ্রান্সের আল্পসে জার্মান বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ককপিট থেকে একজন পাইলট বেরিয়ে গিয়েছিলেন। ফ্রান্সে বিমান দুর্ঘটনায় ব্ল্যাকবক্স থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এল।

ফ্রান্সে বিমান দুর্ঘটনায় ১৫০ জনেরই মৃত্যু হয়েছে, জানান ফরাসি প্রশাসনফ্রান্সে বিমান দুর্ঘটনায় ১৫০ জনেরই মৃত্যু হয়েছে, জানান ফরাসি প্রশাসন

জানা গিয়েছে, ওই পাইলট পুনরায় ফিরে আসার সময় ককপিটের দরজায় বেশ কয়েকবার জোরে আঘাতও করেছিলেন। কিন্তু তিনি দরজা বন্ধ হয়ে যাওয়ায় ককপিটে আর ঢুকতে পারেননি।

এয়ার বাস এ-৩২০ দুর্ঘটনার সময় সিটে ছিলেন না এক পাইলট, ব্ল্যাকবক্স থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এল


বিমানটির ব্ল্যাকবক্স থেকে গুরুত্বপূর্ণ বেশকিছু তথ্য উদ্ধার করা গেলেও বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি। বিমানের দ্বিতীয় ব্ল্যাকবক্সের সন্ধানে এখন তল্লাশি চালানো হচ্ছে।

ফ্রান্স প্রশাসনের তরফে জানা গিয়েছে, বিমান দুর্ঘটনা সম্পর্কে সম্পূর্ণ তথ্য উদ্ঘাটন করতে বেশ কিছুদিন সময় লাগতে পারে।

মঙ্গলবার ফ্রান্সের আল্পস পর্বতে জার্মান এয়ারবাস এ৩২০ বিমানটি ১৫০ জন আরোহী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয় সময় সকাল ১০টা ৫৩ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। জার্মানউইংস এয়ারবাস 'এ-৩২০' বিমানটির মোট আরোহী ছিলেন ১৪৪ জন বাকি ৬ জন ছিলেন বিমানকর্মী। বিমান কর্তৃপক্ষ জানায়, বিমানটি মঙ্গলবার সকালে স্পেনের বার্সেলোনা শহর থেকে জার্মানির ডুসেলডর্ফ যাচ্ছিল।

এরপর ককপিট ভয়েস রেকর্ডার (ব্ল্যাকবক্স) উদ্ধার করা গেলেও অপর ব্ল্যাকবক্সটি (ফ্লাইট ডাটা রেকর্ডার) এখনও পাওয়া যায়নি। ফ্রান্সের উদ্ধারকর্মীরা এখন অগ্রাধিকার ভিত্তিতে ফ্লাইট ডাটা রেকর্ডারটির খোঁজে তল্লাশি চালাচ্ছেন।

English summary
Recording shows pilot locked out of crashed Airbus cockpit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X