For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ধর্ষিতার উচিত ধর্ষককেই বিয়ে করা', মন্তব্য এক সাংসদের

ধর্ষিতা মহিলারা নিজের দুর্ভাগ্য এড়াতে ধর্ষককেই বিয়ে করতে পারেন। মালয়েশিয়া সংসদে এমনই ভয়াবহ প্রস্তাব দিলেন সেদেশের এক সাংসদ তথা প্রাক্তন বিচারপতি।

  • |
Google Oneindia Bengali News

কুয়ালা লামপুর, ৬ এপ্রিল : ধর্ষিতা মহিলারা নিজের দুর্ভাগ্য এড়াতে ধর্ষককেই বিয়ে করতে পারেন। মালয়েশিয়া সংসদে এমনই ভয়াবহ প্রস্তাব দিলেন সেদেশের এক সাংসদ তথা প্রাক্তন বিচারপতি।

সাংসদ দাতুক শাহাবুদ্দিন ইয়াহায়া সাংসদে দাঁড়িয়ে এমন মন্তব্য করেন। শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতন সম্পর্কিত একটি বিল নিয়ে সংসদে বিতর্কের মাঝেই বিতর্কিত কথা বলে বসেন এই মালয়েশীয় সাংসদ।

'ধর্ষিতার উচিত ধর্ষককেই বিয়ে করা', মন্তব্য এক সাংসদের

ধর্ষণকে অপরাধ বলে এই মালয়েশীয় সাংসদ অবশ্য স্বীকার করেছেন। একইসঙ্গে তাঁর যুক্তি, ধর্ষক ও ধর্ষিতা দুজনেই এক হয়ে গিয়ে সামাজিক নানা সমস্যা থেকে বাঁচতে পারেন। দুজনে একে অপরকে আপন করে নিলেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে বলে ইয়াহায়া দাবি করেছেন।

এখানেই না থেমে ইয়াহায়া বলেছেন, ১২ বছর বয়স হলেই মেয়েরা মানসিক ও শারীরিকভাবে বিয়ের জন্য তৈরি হয়ে যায়।

এই মন্তব্যের পরই মালয়েশীয় রাজনীতিতে ঝড় উঠেছে। বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছ্বাসেবি সংস্থা ইয়াহায়ার মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন। সাংসদ হয়ে এমন মন্তব্য কীভাবে একজন করতে পারেন তা নিয়ে সকলে সরব হয়েছেন।

English summary
Rape victims should marry their rapists, Malaysian MP tells parliament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X