For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্ষণ: এক সপ্তাহের মধ্যে মামলার রায় দিয়ে দ্রুত বিচারের নজির

ধর্ষণ: এক সপ্তাহের মধ্যে মামলার রায় দিয়ে দ্রুত বিচারের নজির

  • By Bbc Bengali

আদালত
Getty Images
আদালত

মংলায় সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনায় চার্জ গঠনেরে ৭ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করে দ্রুততম বিচারের নজির গড়লো বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার একমাত্র আসামি আব্দুল মান্নান সরকারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নূরে আলম।

সেইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছিল, চলতি মাসের গোড়ার দিকে বন্দর শহর মংলার একটি আশ্রয় প্রকল্প এলাকায় ৭ বছর বয়সী একটি শিশুকে বিস্কুটের প্রলোভন দিয়ে ডেকে নিয়ে ধর্ষণ ও নির্যাতন করে তারই প্রতিবেশী ৫৩ বছর বয়সী আব্দুল মান্নান সরদার।

তেসরা অক্টোবর ঘটনার রাতেই শিশুটির মামা বাদী হয়ে মামলা দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর ১১ অক্টোবর জুডিশিয়াল আদালত মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এ পাঠায়।

ওই দিন ট্রাইব্যুনাল মামলাটি আমলে নেয়। পরদিন অভিযোগ গঠন করে।

১৩ই অক্টোবর বাদীপক্ষের ১৬ জন এবং ১৪ অক্টোবর সংশ্লিষ্ট সাক্ষী, চিকিৎসক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ সদস্য ও তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হয়।

রোববার পর্যন্ত মামলার বাদী-বিবাদী পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে সোমবার এই রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মো. নূরে আলম।

মামলা দায়েরের মাত্র ছয় কার্যদিবসে বিচারকাজ শেষ করে, ৭ দিনের মাথায় রায় ঘোষণার নজির বাংলাদেশে এর আগে দেখা যায়নি।

আরও পড়তে পারেন:

ধর্ষণের শিকার নারীরা বিচার পান না যে সব কারণে

ধর্ষণের বিরুদ্ধে পুলিশের 'নজিরবিহীন’ সাত হাজার সমাবেশ

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, আইন সংশোধনের সিদ্ধান্ত

বাংলাদেশ ছাড়া আরও যে ছয় দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ড: নতুন অধ্যাদেশে কী বলা হয়েছে?

English summary
Rape : Conviction came in one week, fastest in history
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X