For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজত্ব গেল রাজার, শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি সিরিসেনা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলম্বো, ৯ জানুয়ারি: স্বপ্নেও ভাবেননি তিনি হেরে যাবেন। কিন্তু বাস্তবে তাই ঘটল। নির্বাচনে গোহারা হেরে গেলেন রাষ্ট্রপতি মহিন্দা রাজাপক্ষে। শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মৈত্রীপাল সিরিসেনা।

২০০৫ সাল থেকে শ্রীলঙ্কায় মসনদে ছিলেন মহিন্দা রাজাপক্ষে। দেশের আইনানুযায়ী, পরপর দু'বারের বেশি কেউ রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না। কিন্তু হ্যাটট্রিক করতে মরিয়া রাজাপক্ষে আইন সংশোধন করেন এবং তৃতীয়বার দাঁড়িয়ে পড়েন রাষ্ট্রপতি ভোটে। জেতার ব্যাপারে এতটাই আশাবাদী ছিলেন যে, ভোট দু'বছর এগিয়ে আনেন।

কক

কিন্তু ললাট লিখন ছিল অন্য। বৃহস্পতিবার ভোটের পরই গণনা শুরু হয়ে যায়। শুক্রবার বেলা গড়াতে বোঝা যায়, ক্ষমতা থেকে সরতেই হচ্ছে রাজাপক্ষেকে। অন্তত চার লক্ষ ভোটে তিনি হেরে যান প্রতিদ্বন্দ্বী মৈত্রীপাল সিরিসেনার কাছে।

২০০৯ সালে এলটিটিই এবং বেলুপিল্লাই প্রভাকরণকে খতম করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন মহিন্দা রাজাপক্ষে। তিন দশক ধরে যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছিল শ্রীলঙ্কায়, তার অবসান ঘটানোয় সংখ্যাগরিষ্ঠ সিংহলিরা তাঁকে সাধুবাদ দিয়েছিল। কিন্তু ক্ষমতার হাত ধরে রাজাপক্ষের অন্দরমহলে ঢুকে পড়ে দুর্নীতি। গত পাঁচ বছরে তাঁর সম্পত্তি ফুলেফেঁপে উঠেছিল বলে অভিযোগ। পরিবারের সব সদস্যই কোনও না কোনও সরকারি পদে নিযুক্ত হয়। তাঁর বিশ্বস্ত সঙ্গী তথা মন্ত্রী মৈত্রীপাল সিরিসেনা এর বিরুদ্ধে প্রতিবাদ করায় রাজাপক্ষে তাঁকে দরজা দেখিয়ে দেন। শেষ পর্যন্ত একদা ছায়াসঙ্গীই বধ করে দিল প্রতাপশালী রাষ্ট্রপতিকে।

শুক্রবার ভোটের ফল ঘোষণার পর হার স্বীকার করে নেন মহিন্দা রাজাপক্ষে। বিরোধী নেতা রণিল বিক্রমসিঙ্ঘে-র সঙ্গে বৈঠক করার পর পদত্যাগ করেন। সিরিসেনা আশ্বাস দিয়েছেন, তিনি ক্ষমতা হাতে নিয়ে সাধারণ মানুষকে স্বচ্ছ প্রশাসন উপহার দেবেন। রাজাপক্ষে ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হবে বলেও জানিয়েছেন তিনি।

English summary
Raja loses kingdom, Maithripal Sirisena to be the new President of Sri Lanka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X