For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন সীমান্তের কাছে ভারত ও আমেরিকার সামরিক মহড়া, বাড়ছে উত্তেজনার পারদ

চিন সীমান্তের কাছে ভারত ও আমেরিকার সামরিক মহড়া, বাড়ছে উত্তেজনার পারদ

Google Oneindia Bengali News

চিন সীমান্তের কাছে উত্তরাখণ্ডের আউলিতে ভারত ও আমেরিকা যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে। ভারতের এই পার্বত্য অঞ্চলে ১৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সামরিক মহড়া চলবে বলে জানা গিয়েছে। গত দুই বছর আউলিতে ইন্দো-চিন সীমান্তে ভারতের সেনা মোতায়েন বেড়েছে। মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে চিন ও আমেরিকার মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। অন্যদিকে, ভারতের সঙ্গে গত দুই বছর ধরে চাপা উত্তেজনা চলছে চিনের। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ডে চিন সীমান্তের কাছে ভারত ও আমেরিকার যৌথ মহড়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই আন্তর্জাতিক মহল মনে করছে।

ভারত ও আমেরিকার যৌথ সামরিক মহড়া

ভারত ও আমেরিকার যৌথ সামরিক মহড়া

নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক আরও মজবুত করতে এই যৌথ সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে। বেশ কয়েক মাস আগেই এই যৌথ সামরিক মহড়ার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত এই সামরিক মহড়ায় সন্ত্রাস বিরোধী অভিযান করা হবে। দুই দেশের মধ্যে সম্পর্ক বাড়াতে ভারত ও আমেরিকার এটি ১৮ তম যৌথ সামরিক মহড়া। এর আগে তুরস্কের রাজধানী আঙ্কারাতে ভারত ও আমেরিকার একসঙ্গে সামরিক মহড়ায় অংশ নিয়েছিল। সূত্রের খবর, অন্যান্য বারের থেকে আমেরিকার সঙ্গে যৌথ সামরিক মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত উচ্চতায় আগে আমেরিকার সঙ্গে ভারত সামরিক মহড়া দেয়নি। এত উচ্চতায় যুদ্ধের কৌশল দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে আদানপ্রদান হবে। পাশাপাশি বেশ কিছু নতুন প্রযুক্তির সামরিক কৌশল এখানে অনুশীল করা হবে।

তাইওয়ান ইস্যুতে আমেরিকা ও চিনের মধ্যে উত্তেজনা

তাইওয়ান ইস্যুতে আমেরিকা ও চিনের মধ্যে উত্তেজনা

মার্কিন কংগ্রেসের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ইতিমধ্যে শেষ হয়েছে। কিন্তু উত্তেজনার পারদ বাড়তে শুরু করেছে। চিন জানিয়েছে, এর ফলাফল ভালো হবে না। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই তাইওয়ানের যুদ্ধসীমার মধ্যে দ্বিতীয় দিনের জন্য প্রবেশ করল চিনের যুদ্ধ বিমান। আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, বুধবার তাইওয়ানের আকাশ সীমায় চিনের ২৭টি যুদ্ধবিমান ঢুকে পড়ে। গত ২৪ ঘণ্টা আগে একইভাবে চিনের কমপক্ষে ২০টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে। আন্তর্জাতিক সংবাদসংস্থা জানাচ্ছে, ন্যান্সি পেলোসির তাইওয়ান বিমানবন্দরে নামার সময়ই চিনা যুদ্ধবিমান প্রবেশ করে।

ইন্দো-চিন উত্তেজনা

ইন্দো-চিন উত্তেজনা

গত দুই বছর ধরে এলএসি-তে ভারত ও চিনের মধ্যে উত্তেজনা চলছে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে ভারতের ২০ জন সেনা শহিদ হন। এরপর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে। দুই দেশের কূটনৈতিক ও সামরিক স্তরে একাধিক বৈঠক হয়। তবে এখনও পর্যন্ত কোনও ফলপ্রসূ সমাধান পাওয়া যায়নি।

তথ্য সুরক্ষা বিল প্রত্যাহার করল কেন্দ্র, আসতে চলেছে নয়া সংশোধিত বিলতথ্য সুরক্ষা বিল প্রত্যাহার করল কেন্দ্র, আসতে চলেছে নয়া সংশোধিত বিল

English summary
Raise tension as India, US hold military exercise near china border
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X