For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রেকফার্স্ট ফেটে যাওয়ার জন্যই ট্রেন দুর্ঘটনা, ফের লোক হাসিয়ে নিজের দেশেই ট্রোলড পাক রেলমন্ত্রী

Google Oneindia Bengali News

পাকিস্তানে ট্রেনের মধ্যে সিলিন্ডার ফেটে মারা গিয়েছেন ৭৩ জন যাত্রী। দেশের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ এই দুর্ঘটনার ব্যাখা দিতে গিয়ে আজব এক কারণ বর্ণনা করলেন।

রেলমন্ত্রীর হাস্যকর মন্তব্য


বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলায় ট্রেনে আগুন ধরে যায়। এই ঘটনার পর স্থানীয় সংবাদমাধ্যম তাদের খবরে প্রকাশ করে যে ট্রেনের কিছু যাত্রী প্রাতঃরাশ তৈরি করার সময়ই এই বিস্ফোরণ ঘটে। এই তথ্য সামনে আসার পর পাক সরকারের রেলমন্ত্রী আহমেদ সাংবাদিকদের সামনে জানিয়েছেন, '‌প্রাতঃরাশ ফেটে যায়’‌। এই মন্তব্য শোনার পর ভ্যাবাচাকা খাওয়ার মতই অবস্থা হয়েছিল নেটিজেনদের।

পাক সাংবাদিক নাইলা ইনায়াত তাঁর টুইটারে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে রেলমন্ত্রী বলছেন, '‌যখন প্রাতঃরাশে আগুন ধরে যায় এবং প্রাতঃরাশটা ফেটে যাওয়ার পর যাত্রীদের সিলিন্ডার ও স্টোভ দু’‌টোই ফেটে যায়।’‌ রেলমন্ত্রীর বিভ্রান্তকর এই মন্তব্য টুইটারে শোনার পর অনেকেই তাঁকে নিয়ে ট্রোলড এবং মজা করেছেন। সোশ্যাল মিডিয়ায় রেলমন্ত্রীর বক্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

এ বছরের জুলাইতে লাহোর থেকে আসা যাত্রীবাহি ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ২৩ জনের। পাক সরকার জানিয়েছে, ক্রসিংয়ে অনেকসময় কোনও কর্মী না থাকায় অথবা সিগন্যাল সমস্যার জন্য দুর্ঘটনা হয়।

English summary
73 passengers died when a cylinder burst into a train at pakistan, The railway minister says When the breakfast caught fire
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X