For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সীমান্তে চিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে', দাবি রাহুলের, 'উনি চিনের কাছের মানুষ', পাল্টা আক্রমণ শানাল বিজেপিও

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি ফের একবার সীমান্তে ভারত এবং চিনের সেনার মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে এবং যার রেশ গিয়ে পড়েছে জাতীয় রাজনীতিতে। ফের একবার বিরোধীরা কেন্দ্রের শাসকদল তথা বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। বিরোধী কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী এই প্রেক্ষিতেই এদিন কড়া আক্রমণ শানালেন বিজেপিকে। যদিও তার পাল্টা রাহুল গান্ধীকেও আক্রমণ করতে ছাড়েনি গেরুয়া শিবির।

সীমান্তে চিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, দাবি রাহুলের

এদিন শুক্রবার রাহুল গান্ধী কেন্দ্র করে আক্রমণ করে বলেছেন, চিন শুধুমাত্র আচমকা আক্রমণ করেই থেমে থাকার প্রস্তুতি নিচ্ছে না। বরং দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিকল্পনা করছে। এবং এক্ষেত্রে লাদাখ ও অরুণাচলের সীমান্তকেই টার্গেট করা হচ্ছে। এদিকে কেন্দ্র নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে বলে রাহুল গান্ধী দাবি করেছেন।

রাহুল গান্ধীকে এই সমালোচনার জবাব দিতে গিয়ে বিজেপি নেতা রাজ্যবর্ধন রাঠৌর আরও কড়া আক্রমণ করে ব্যঙ্গাত্মক সুরে বলেছেন, রাহুল গান্ধী চিনের খুব কাছের মানুষ। এবং সেজন্যই তিনি জানেন যে চিন আগামী দিনে কী করতে চলেছে। রাহুল গান্ধী ফাউন্ডেশন চিনের কমিউনিস্ট পার্টির কাছ থেকে ১৩৫ কোটি টাকা চাঁদা পেয়েছে বলেও পাল্টা আক্রমণ শানিয়েছেন রাজ্যবর্ধন রাঠৌর।

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, চিন নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যকে অত সিরিয়াসলি নেওয়ার মতো কিছু হয়নি। কারণ রাজীব গান্ধী ফাউন্ডেশন চিনের কাছ থেকে টাকা পেয়েছে। এটাও এক ধরনের দুর্নীতি, ঠিক যেভাবে পণ্ডিত নেহেরুর কংগ্রেসের আমলে ভারতের জমি চিনের দখলে চলে গিয়েছিল যে কথা সকলেই জানেন।

রাহুল গান্ধীকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা অমিত মালব্যও। বিজয় দিবসের দিনে রাহুল গান্ধীর এই বক্তব্যকে কড়া সমালোচনা করেছেন অমিত মালব্য। তাঁর কথায়, ভারতীয় সেনার ওপরে নিরন্তর রাহুল গান্ধী অনাস্থা জ্ঞাপন করছেন। অথচ দেখা যাচ্ছে কিভাবে বীরত্বের সঙ্গে ভারতীয় সেনা সীমান্তে চিনের মোকাবিলা করেছে। রাহুল গান্ধী এটা করছেন কারণ তাঁর সঙ্গে চিনের চুক্তি রয়েছে। তাঁর পরিবার চিনের আতিথেয়তায় সন্তুষ্ট এবং রাজীব গান্ধী ফাউন্ডেশন চিন থেকে অনুদান পেয়েছে।

এখানে না থেমে অমিত মালব্য বিলাওয়াল ভুট্টো এবং রাহুল গান্ধীর মধ্যে মিল খুঁজে দিয়েছেন। তাঁর মতে, এরা দুজনেই বংশানুক্রমিকভাবে পরিবারবাদের ফসল। এবং এঁদের কথা এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে আক্রমণের কায়দাও একই। এঁরা ভারতকে ঘৃণা করেন বলেও দাবি করেছেন অমিত মালব্য।

বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা আরও একধাপ এগিয়ে একদিকে যেভাবে পাকিস্তানির নেতা বিলাওয়াল ভুট্টোর সমালোচনা করেছেন, ঠিক সেভাবেই রাহুল গান্ধী এবং কংগ্রেসকে আক্রমণে ভরিয়ে দিয়েছেন। তাঁর কথায় আইএনসি (INC) তথা ভারতের জাতীয় কংগ্রেসের পুরো অর্থ হল আই নিড চাইনিজ মানি। পুনাওয়ালার কথায়, এই হল সেই কংগ্রেস যারা চিনের সঙ্গে মউ সাক্ষর করে আকসাই চিনে ৩৮ হাজার বর্গ কিলোমিটার জায়গা চিনের হাতে তুলে দিয়েছিল।

English summary
Rahul Gandhi Attacks Centre on China Policy and Border Clash, says China is preparing War With India, BJP Gives Befitting Reply
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X