For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রঘু রাইয়ের খোলা চিঠি, বাংলাদেশী ফটোগ্রাফারের গ্রেফতারের প্রতিবাদে কি বললেন হাসিনাকে

রঘু রাই বাংলাদেশী ফটোগ্রাফার শহীদুল আলমের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি খোলা চিঠি লিখেছেন। তিনি আবেদন করেছেন শহিদুলকে মুক্তি দেওয়ার জন্য।

Google Oneindia Bengali News

বাংলাদেশের প্রখ্যাত ফটোগ্রাফার শাহিদুল আলমকে গ্রেফতার ও তার উপর নির্যাতনের খবরে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখলেন ভারতীয় ফটোগ্রাফার রঘু রাই। ২০১২ সালে রঘু রাইকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের 'বন্ধু'-র খেতাব দিয়েছিলেন হাসিনা। ১৯৭১-এর যুদ্ধের সময় বাংলাদেশী মুক্তিযোদ্ধা ও পূর্ব পাকিস্তানের উদ্বাস্তুদের ছবি তুলেছিলেন রঘু।

শেখ হাসিনাকে রঘু রাইয়ের খোলা চিঠি

ফেসবুককে আলমের মুক্তি চেয়েছেন রঘু রাই। আলমকে সত সত্যবাদী বলে উল্লেখ করে, তিনি হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন যাতে তাঁকে শাস্তি দেওয়া না হয়। তিনি আরও বলেন, গত তিন দশক ধরে তিনি শহিদুল আলমকে চেনেন। আলম শেখ মুজিবের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল বলেও জানান রঘু। রঘু বলেন, তিনি জেনেছেন শহিদুলকে ২০ থেকে ৩০ জন তুলে নিয়ে যায়, এবং তারউপর এমন অত্যাচার করা হয়েছে যে তিনি হাঁটতে অবধি পারছেন না। এই খবরে রঘু খুবই আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন।

রবিবার রাতে সাদা পোশাকের পুলিশ ৬৩ বছরের আলমকে তুলে নিয়ে যায়। এর ঠিক আগেই তিনি বাংলাদেশে পথ নিরাপত্তার দাবিতে ছাত্রদের বিক্ষোভ নিয়ে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাতকার দিয়েছিলেন। তারপরই তাঁকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গিয়ে তাঁর উপর প্রবল অত্যাচার করা হয় বলে জানা গিয়েছে।

আলম একজন বিশ্বখ্যাত ফটোগ্রাফার। তিনি রয়্যাল ফোটোগ্রাফিক সোশাইটির সদস্য, এবং ওয়ার্ল্ড প্রেস ফোটো-সহ একধিক আন্তর্জাতিক প্রতিযোগীতার বিচারকও বটে। কাজেই তাঁর এই গ্রেফতারিতে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে।

English summary
Raghu Rai wrote an open letter to Bangladeshi prime minister Sheikh Hasina protesting against the arrest and torture of Bangladeshi photographer Shahidul Alam. He appealed to release Shahidul.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X