For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্ণবাদ: নিউ ইয়র্ক রাজ্যের সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে দশ জন নিহত

একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্ণবাদের কারণে এই হত্যাকাণ্ড হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

  • By Bbc Bengali

পুলিশ
Getty Images
পুলিশ

আমেরিকার নিউ ইয়র্ক রাজ্যে একজন বন্দুকধারীর হামলায় দশ জন নিহত হবার পর পুলিশ তদন্ত করছে এই হত্যাকাণ্ডের পেছনে বর্ণবাদী আচরণ কাজ করেছে কি না।

এই ঘটনা ঘটিয়েছে সন্দেহে আঠারো বছর বয়সী একজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

যদিও তার নাম প্রকাশ করা হয়নি।

শনিবার বিকেলে এই সন্দেহভাজন বাফেলো শহরের একটি ব্যস্ত সুপারমার্কেটে ঢুকে পড়ে গুলি চালাতে শুরু করে।

পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের ঘটনা অনলাইনে সরাসরি সম্প্রচারের জন্য সে একটি ক্যামেরাও ব্যবহার করছিল।

এফবিআইয়ের বর্ণনায় এই হামলাটি ছিল একটি 'সহিংস চরমপন্থার' ঘটনা।

"এটি হেইট ক্রাইম এবং বর্ণবাদে উদ্বুদ্ধ সহিংস চরমপন্থা কি না - দুটো দিকই তদন্ত করে দেখছি আমরা", একটি সংবাদ সম্মেলনে বলেন এফবিআইয়ের বাফেলো কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত এজেন্ট স্টিফেন বেলঙ্গিয়া।

ওই সন্দেহভাজন কয়েক ঘণ্টা গাড়ি চালিয়ে কৃষ্ণাঙ্গ অধ্যুষিত বাফেলো শহরে আসে।

মোট তের জন ব্যক্তিকে সে গুলি করে।

এর অধিকাংশই ছিল কৃষ্ণাঙ্গ, বলেন বাফেলো পুলিশের কমিশনার জোসেফ গ্রামাগ্লিয়া।

এদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ ব্যক্তির আর প্রাণনাশের ঝুঁকি নেই।

এরা সবাই সুপারমার্কেটটির কর্মী ছিলেন।

Image shows police by cordon
Reuters
Image shows police by cordon

ওই সুপারমার্কেটের নিরাপত্তাকর্মী ছিলেন একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, তিনি সন্দেহভাজনকে গুলি করার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিহত হন তিনি।

পুলিশ বলছে, সন্দেহভাজন একটি উচ্চ ক্ষমতার রাইফেল বহন করছিল।

তার গায়ে ছিল বডি আর্মার, মাথায় ছিল হেলমেট।

আটক হওয়ার আগে পুলিশের সাথে মুখোমুখি অবস্থানে চলে যায় সন্দেহভাজন, যা টানটান উত্তেজনার সৃষ্টি করে।

এক পর্যায়ে সে আত্মসমর্পণ করে।

যুক্তরাষ্ট্র সময় শনিবারের মধ্যেই তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে তাকে আদালতে হাজির করার কথা।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে একজন স্থানীয় পুলিশের সূত্র বলেন, সন্দেহভাজন ব্যক্তিটি হামলা চালানোর সময় উচ্চস্বরে বর্ণবাদী গালিগালাজ করছিল।

"এটা যে কোন সম্প্রদায়ের জন্য ভয়াবহ দুঃস্বপ্নের এক সময়", এক সংবাদ সম্মেলনে বলেন বাফেলোর মেয়র বায়রন ব্রাউন।

"এই ঘৃণাপূর্ণ ব্যক্তিটি আমাদের সম্প্রদায় কিংবা দেশকে বিভক্ত করে দিক, সেটা আমরা হতে দিতে পারি না", বলেন তিনি।

হামলার পরবর্তী ঘটনাপ্রবাহের বর্ণনা করতে গিয়ে একজন পুলিশ কর্মকর্তা বাফেলো নিউজকে বলেন, "এটা ছিল একটি হরর সিনেমার সেটের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার মত, কিন্তু সবই বাস্তব। এটা ছিল একটা যুদ্ধক্ষেত্রের মত"।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল এই ঘটনাটিকে "ঘৃণ্য এক সহিংসতা" বলে বর্ণনা করেছেন এবং বলেছেন তিনি বাফেলোতে যাচ্ছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই হত্যাকাণ্ড সম্পর্কে অবগত করা হয়েছে।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, "প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিহত ও তাদের স্বজনদের জন্য প্রার্থনা করছেন"।

English summary
Racism: Gunmen kill ten at New York State supermarket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X