For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিঙ্গা শিবিরের কাছে র‍্যাবের বন্দুকযুদ্ধ

দুই সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর তারা ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়া’ নামে একটি জঙ্গি সংগঠনের সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

  • By Bbc Bengali

বাংলাদেশের কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শিবিরের কাছে বন্দুকযুদ্ধের পর জঙ্গি সন্দেহে দুই জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

রোহিঙ্গা শিবিরের কাছে র‍্যাবের বন্দুকযুদ্ধ

এক বিবৃতিতে র‍্যাব জানায়, গত ১২ই জানুয়ারি গ্রেফতার করা জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে কুতুপালংয়ে ৭ নং রোহিঙ্গা শিবিরের 'চিরুনী অভিযান' শুরু করে। সোমবার ভোর পাঁচটা থেকে এই অভিযান শুরু হয়।।

এসময় শিবিরের এ ব্লক ঘেরাও করে র‍্যাব। সন্দেহভাজন জঙ্গিদের সাথে র‍্যাবের বন্দুকযুদ্ধ হয় বলেও জানানো হয়।

পরে তারা পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়।

এই দুই সন্দেহভাজন জঙ্গী 'জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’ নামে একটি জঙ্গি সংগঠনের সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

এদের মধ্যে একজন এই সংগঠনটির শূরা সদস্য বা সামরিক শাখার সদস্য এবং অন্যজন তার সহযোগী, যিনি একজন বোমা বিশেষজ্ঞ বলে দাবি করছে র‍্যাব।

এই অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথা জানানো হয়।

র‍্যাব সদরদপ্তরের কর্মকর্তা এসপি ইমরান বলেন, ওই সন্দেহভাজন জঙ্গিদের ধরতে কুতুপালং এলাকায় অভিযান শুরু করে র‍্যাব। এসময় তাদের সাথে বন্দুকযুদ্ধ হয় যা চলে সকাল প্রায় সাড়ে আটটা পর্যন্ত। পরে দুই জনকে গ্রেফতার করা হয়।

তবে তারা কুতুপালং এলাকাকে কেন বেছে নিলো সে বিষয়ে জানতে আরো সময় লাগবে বলেও র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।

এর আগে গত ১২ই জানুয়ারি এই জঙ্গী সংগঠনটির আরো ৫ সদস্যকে গ্রেফতারের কথা জানিয়েছিল র‍্যাব। তারা সবাই বান্দরবানের থানচি ও রোয়াংছড়িতে পাহাড়ি এলাকায় প্রশিক্ষণরত ছিল বলে জানানো হচ্ছে।

'জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়া’ কী?

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বলছে যে, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া একটি নব্য জঙ্গি সংগঠন।

এই সংগঠনটি সম্পর্কে র‍্যাব এখনো পর্যন্ত যে তথ্য জানিয়েছে তার মধ্যে রয়েছে:

গত বছরের মাঝামাঝি সময়ের পর প্রথম হদিস মেলে এই সংগঠনটির। আর সেটি ঘটে গত অগাস্টে কুমিল্লা সদর এলাকার আট তরুণ নিখোঁজের ঘটনার সূত্র ধরে।

২০২২ সালের ২৩ অগাস্ট কুমিল্লার সদর এলাকা থেকে এক সাথে ০৮ জন তরুণ নিখোঁজ হয়। এর দুদিন পর তাদের পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। তাদের নিখোঁজ থাকা নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতেও বেশ কিছু খবর এসেছিল।

র‍্যাবের দাবি, নিখোঁজ থাকা ওই আট তরুণের মধ্যে একজন পালিয়ে আসে। আর তাকেই জিজ্ঞাসাবাদ করে তার দেয়া তথ্যের ভিত্তিতে গত পাঁচই অক্টোবর নিখোঁজ হওয়া আরেকজনসহ মোট সাত সদস্যকে গ্রেফতার করে তারা।

এই দলটিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই নতুন একটি জঙ্গি সংগঠন পাওয়ার কথা র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়। এই জঙ্গি সংগঠনের নাম 'জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'।

এখনো পর্যন্ত কুমিল্লার নিখোঁজ তরুণদের মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে। আর এক জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত এই সংগঠনটির ৩১ জন সদস্যকে গ্রেফতারের কথা জানিয়েছে র‍্যাব।

২০২২ সালের অক্টোবরে র্যাব বলেছিল যে, কেএনএফ নামে পাহাড়ের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই জঙ্গি সংগঠনটিকে ২০২১ সাল থেকে সহায়তা দিয়ে আসছে। এছাড়া তারা সামরিক প্রশিক্ষণের সাথেও যুক্ত ছিল।

বাংলাদেশ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসেবে বর্ণনা করলেও সংগঠনটি তাদের ফেসবুক পাতায় দাবি করেছে তারা বাংলাদেশের কোন বিচ্ছিন্নতাবাদী সংগঠন নয়।

তাদের ভাষায়, "সুবিধা বঞ্চিত কুকি-চিন জনগোষ্ঠীর জন্যে স্বশাসিত বা পূর্ণ স্বায়ত্তশাসন ক্ষমতাসহ একটি ছোট রাজ্য" চাইলেও তারা কোন স্বাধীনতার ঘোষণা দেয়নি।

র‍্যাব দাবি করেছে যে, অর্থের বিনিময়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামের সংগঠনের ৫৫ জন সদস্যকে পাহাড়ে কেএনএফ এর শীর্ষ নেতারা প্রশিক্ষণ দিচ্ছে।

এই ৫৫ জনের মধ্যে ৫ জনকে গত ১২ই জানুয়ারি গ্রেফতারের কথা জানায় র‍্যাব।

আর কেএনএফ এর এ পর্যন্ত ১৪ সদস্যকে গ্রেফতারের কথা জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের দেয়া তথ্য অনুযায়ী, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া নামে নতুন এই জঙ্গি সংঠনটির আমির আনিসুর রহমান ওরফে মাহমুদ নামে একজন ব্যক্তি। তিনিই এই সংগঠনটি পরিচালনা করে থাকেন। তিনি ছাড়াও এই সংগঠনের আরো ছয় জন শূরা সদস্য রয়েছে।

র্যাবের দেয়া তথ্যের বাইরে এই সংগঠনটি সম্পর্কে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি।

English summary
RAB gunfight near Rohingya camp in Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X