For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খর্ব হবে চিনের ক্ষমতা! কোয়াডের বৈঠকে বড় পদক্ষেপ নেবে ভারত-আমেরিকা

Google Oneindia Bengali News

চিনকে দেওয়া ভিটোর ক্ষমতা ছিনিয়ে নিতে চলেছে কোয়াড ভুক্ত চারটি দেশই। এর আগে ১৫ বছর আগে ২০০৭ সালে চিনকে কোয়াডের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই সময় আন্তর্জাতিক বিষয়ক কোনও সিদ্ধান্তে চিনকে ভিটো দেওয়ার ক্ষমতা দিয়েছিল ভারত-আমেরিকা। সেই ক্ষমতাই এবার ফিরিয়ে নিতে চলেছে চারটি দেশ।

কোয়াডের বৈঠকে বড় পদক্ষেপ নেবে ভারত-আমেরিকা

এদিকে জানা গিয়েছে ভারতে করোনা রোধক টিকার উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আর্থিক চুক্তি করা হতে পারে এই বৈঠকে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ভারতের এই ভ্যাকসিন উৎপাদনের পরিকাঠামোকে আরও উন্নত করার জন্যই জরুরি আর্থিক চুক্তি করতে পারে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া। এর ফলে ভারতে করোনা টিকার উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। মার্কিন সংস্থা নোভ্যাভ্যাক্স এবং জনসন অ্যান্ড জনসনের হয়ে ভারতীয় সংস্থাদের করোনা টিকা প্রস্তুত করার লক্ষ্যে চুক্তিটি হতে পারে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, চিনের টিকা কূটনীতিকে প্রতিহত করতেই ভারতকে সাহায্য করবে বাকি দেশগুলি।

এছাড়াও বৈঠকে আঞ্চলিক শান্তি বজায় রাখা, বিশ্ব শান্তি বিষয়ক ইস্যু নিয়ে আলোচনা হবে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এই দেশগুলির মধ্যে আরও সমন্ময় বাড়ানোর লক্ষ্যেও আলোচনা হবে জাপান, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের রাষ্ট্রপ্রধানদের মধ্যে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, জল সুরক্ষা নিয়েও আলোচনা হবে।

১৯৯২ সাল থেকে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক মালাবার নৌমহড়া শুরু করেছিল ভারত। পরে ২০১৫ সালে জাপানও যোগ দেয় এই মহড়ায়। ২০১৭ সালে ভারত, জাপান ও আমেরিকা ত্রিপাক্ষিক নৌমহড়া হয় বঙ্গোপসাগরে। সেই ত্রিদেশীয় মহড়ায় পর্যবেক্ষক হিসেবে যোগ দিতে চেয়ে অনুরোধ জানায় অস্ট্রেলিয়া। এভাবেই গড়ে ওঠে কোয়াড। বাণিজ্যিক ও রণকৌশলগতভাবে চিনকে ঠেকাতে এই চার দেশের জোটের বিশেষ গুরুত্ব আছে বলেই মনে করা হয়।

English summary
QUAD to reject the China's veto on its foreign policies, decides US, India, Australia, Japan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X