For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ায় নির্বাচনের পরই কোয়াড সম্মেলন, যোগ দেবে ভারতও

  • |
Google Oneindia Bengali News

গতবছর ২৪ সেপ্টেম্বর আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে কোয়াড সম্মেলন হয়েছিল৷ সম্মেলনে যোগ দিয়েছিল জাপান, আমেরিকা, ভারত ও অস্ট্রেলিয়া। চলতি বছরেও কোয়াডের সম্মেলন হওয়ার কথা রয়েছে, সূত্র মারফৎ জানা গিয়েছে সে বিষয়ে শীঘ্রই ঘোষণা হবে। তবে কোয়াডের সদস্য দেশ অস্ট্রেলিয়ায় নির্বাচন রয়েছে সে কথাটি গুরুত্বপূর্ণভাবে মাথায় রাখছেন কোয়াড সম্মেলনের দায়িত্বে থাকা আধিকারিকরা!

অস্ট্রেলিয়ায় নির্বাচনের পরই কোয়াড সম্মেলন, যোগ দেবে ভারতও

ইতিমধ্যেই জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিকো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে টোকিও-তে আসার আমন্ত্রণ জানিয়েছেন৷ চলতি বছরের প্রথমার্ধেই টোকিও আসার আমন্ত্রণ গিয়েছে বাইডেনের কাছে এবং তিনি তা স্বীকারও করেছেন৷ তাই আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি কোয়াডের পরবর্তী সম্মেলনের দিন ঘোষণা হবে৷ যদিও তারিখ আগামী মে মাসের পরেই হবে বলে জানা যাচ্ছে৷ কারণ মে মাস পর্যন্ত নির্বাচন রয়েছে অস্ট্রেলিয়ায়। তাই কোয়াডের তারিখ আগামীর মে-এর পরে হওয়া প্রায় এক প্রকার নিশ্চিত৷

বিভিন্ন আলোচনার মাধ্যমে সব সদস্য দেশের জন্য সুবিধাজনক তারিখগুলি চূড়ান্ত হওয়ার পরেই জাপানের পক্ষ থেকে সদস্য দেশগুলিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হবে। কোয়াড সদস্যভুক্ত দেশগুলির পররাষ্ট্রমন্ত্রী একটি বৈঠকও শীর্ষ সম্মেলনের দিন এবং এজেন্ডা নির্ধারণ করতে পারে। বলে জানা গিয়েছে৷ মূলত ব্যবসায়িক ক্ষেত্রে উন্মুক্ত প্রশান্ত-মহাসগরীয় অঞ্চল, করোনা নিয়ন্ত্রন, জলবায়ুর সুস্থতার মতো বিষয়গুলি এবং সঙ্গে প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে চিনের দাদাগিরি নিয়ন্ত্রণের মতো বিষয়গুলিকে সামনে রেখেই কোয়াড গঠন করা হয়েছে৷

অন্যদিকে কোয়াডের সহযোগী রাষ্ট্র হিসেবপ ওয়াশিংটন জাপানের প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধিকে উৎসাহ দিয়েছে৷ এবং সেনকাকু দ্বীপপুঞ্জকে চিনা আগ্রাসন থেকে রক্ষা করার প্রতিশ্রুতিও দিয়েছে। এ ব্যাপারে অস্ট্রেলিয়া, ফ্রান্সের মতো অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান উভয়ই চিনের উপর নির্ভরশীল না হয়ে বিশ্বব্যাপী সরবরাহ চেইন তৈরিতে মনোনিবেশ করেছে৷

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা এবং ক্রমান্বয়ে বাড়তে থাকা বাণিজ্য ঘাটতি এবং উচ্চ শুল্ক নিষেধাজ্ঞার কারণে চিনের সঙ্গে প্রতিকূল বাণিজ্য সম্পর্কের বিকল্প সরবরাহ চেইনের জন্য কোয়াডের অংশ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। চলতি বছরের কোয়াড সম্মেলনেও যোগ দেবে ভারত।

English summary
Last time Quad summit was held in America, september 2021. Now one more Quad conference announced. after the election in Australia the second Quad summit will held after May. India will join the summit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X