For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ ট্রফি প্রদান নাকি অথ পুতিনের ছাতা কথা, ট্রোলিং শুরু টুইটারে

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর ছাতাই বিশ্বকাপ ২০১৮ পুরষ্কার বিতরণীর সব আলো কেড়ে নিয়েছে। টুইটার-ব্যবহারকারীরা এনিয়ে তাকে ট্রোল করা শুরু করেছে।

Google Oneindia Bengali News

কোথায় কথা হবে নতুন তারা এমবাপেকে নিয়ে, কথা হবে ক্রোট প্রেসিডেন্ট কলিন্ডা গ্রেবারের প্রাণোচ্ছলতা নিয়ে, তা না বিশ্বকাপ ফাইনালের পুরষ্কার বিতরণী সব আলোটাই নিজের দিকে টেনে নিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলা বলা ভাল তাঁর ছাতা।

বিশ্বকাপ ট্রফি প্রদান নাকি অথ পুতিনের ছাতা কথা

ব্যাপারটা হল বিশ্বকাপের পুরষ্কার বিতরণী শুরু হতেই মস্কোয় শুরু হয়ে যায় প্রবল বারিধারা। দেশের আবহাওয়া খুব ভাল বোঝেন পুতিন। আগে থেকে প্রস্তুতি নিয়েই এসেছিলেন। বৃষ্টি শুরু হতেই দেখা যায় পুতিনের দেহরক্ষী একজন একটি বিশাল ছাতা খুলে ধরেছেন পুতিনের মাথায়। পাশে দাঁড়িয়ে কিন্তু তখন ভিজছেন তিন-তিনজন প্রেসিডেন্ট। ফিফার ইনফ্য়ান্তিনো, ফ্রান্সের ম্যাক্রঁ ও ক্রোয়েশিয়ার কলিন্ডা। ছাতার নিচে তখন পুতিনের মুখে তার আদি অকৃত্রিম স্মিত হাসি।

এরকম একটা মুহূর্ত নেটিজেনদের চোখ এড়াবে তা কী হয়? তাই পুরষ্কার বিতরণীর পর থেকে যাবতীয় বিষয় ছাপিয়ে চর্চায় রয়েছে পুতিনের ছাতাই। ঠাট্টা-রসিকতার ঝড় বইছে। কেউ বলছেন পুতিন দেখিয়ে দিলেন কেন তিনি পুতিন। কেউ বলছেন ছাতা দিয়েই তিনি বাকি সকলের আলো ঢেকে দিলেন। আবারের পুতিনের 'পাওয়ার স্ট্যান্স' দেখে কারোর কারোর মনে পড়ে গিয়েছে 'গডফাদার'-এর কথা।

তবে বাকি পৃথিবী কী বলল তাতে বয়েই যায় তাঁর। বিশ্বকাপ আয়োজন করে কিন্তু খুবই সন্তুষ্ট রুশ প্রেসিডেন্ট। নিজেদের আয়োজনকে একশ'য় একশ দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন এরকম একটা সফল বিশ্বকাপ আয়োজন করতে পেরে তিনি গর্বিত। অবশ্য বিশ্বকাপ আয়োজনের সাফল্যের প্রথম সার্টিফিকেটটাই কিন্তু পুতিনকে দিয়েছেন বিশ্বের আরেক 'পাওয়ারফুল' প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

English summary
Russian President Vladimir Putin's umbrella steals all the lights of World Cup 2018 trophy presentation. Twitterati was started trolling him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X