For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুতিনকে রাশিয়ার গদি থেকে ক্ষমতাচ্যুত করার ডাক বাইডেনের, আদৌও তা সম্ভব?

পুতিনকে রাশিয়ার গদি থেকে ক্ষমতাচ্যুত করার ডাক বাইডেনের, আদৌও তা সম্ভব?

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রদেরকে তোপ দেগে বলেন যে তারা স্বীকার করুক যে তারা 'রাশিয়াকে ভয় পায়'। এরপরই একটি বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পদ থেকে অপসারণের কথা বলেছিলেন৷ যদিও এর পর আমেরিকা অস্বীকার করেছে যে বিডেন রাশিয়ায় শাসন পরিবর্তনের কোনরকম পরিকল্পনা করছেন। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থায় (ন্যাটো) আমেরিকার মিত্র ফ্রান্স অবশ্য বিডেনের এইমবক্তৃতে অস্বস্তি প্রকাশ করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন এরকম যে কোনও মৌখিক উত্তেজনা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনাকে ব্যাহত করতে পারে।

কী বলেছেন বাইডেন?

কী বলেছেন বাইডেন?

ইউক্রেনের দাবি রাশিয়া তাদের দেশে নরসংহার চালাচ্ছে৷ এবং এই ঘটনার জন্য তারা পরোক্ষে পশ্চিমের দেশগুলিকে দায়ী করেছে। রাশিয়া মূলত তার প্রতিবেশী এলাকায় ন্যাটো সম্প্রসারণের বিরুদ্ধে সুরক্ষা তৈরির যুক্তিতেই ইউক্রেনে আগ্রাসন চালিয়েছে। সম্প্রতি বাইডেন ওয়ারশ থেকে রাশিয়ার সাধারণ মানুষকে সম্বোধন করে বলেছেন, রাশিয়ার জনগণ, আমাদের শত্রু নন। তবে ঈশ্বরের দিব্যি এই লোকটি (পুতিন) ক্ষমতায় রাখা ঠিক নয়৷

কী সাফাই দিচ্ছে হোয়াইট হাউস?

কী সাফাই দিচ্ছে হোয়াইট হাউস?

বাইডেনের এই বক্তব্যের পরই একটি প্রতিক্রিয়ায়, বিডেনের অফিস হোয়াইট হাউসের পক্ষ থেকে এক আধিকারিরকে উদ্ধৃত করে সে দেশের সংবাদমাধ্যমে বলা হয়েছিল যে রাষ্ট্রপতির বক্তব্য ছিল যে পুতিনকে তার প্রতিবেশীঅঞ্চলের উপর ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া যাবে না। তিনি রাশিয়ায় পুতিনের ক্ষমতা বা শাসনব্যবস্থার পরিবর্তন নিয়ে আলোচনা করেননি। বাইডেনের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আমি মনে করি রাষ্ট্রপতি গত রাতে খুব সহজভাবেই বিষয়টি তুলে ধরেছেন যে পুতিনকে ইউক্রেন বা অন্য কারও বিরুদ্ধে যুদ্ধ ও আগ্রাসনের ক্ষমতা দেওয়া যাবে না। এমনকি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিডেন নিজেই বলেছেন যে তিনি রাশিয়ায় শাসন পরিবর্তনের কোনরকম আহ্বান জানাচ্ছেন না।

কোন অঙ্কে সরতে পারেন পুতিন?

কোন অঙ্কে সরতে পারেন পুতিন?

কিন্তু পুতিন কি আদৌও সরানো সম্ভব? পুতিন ২র বছর ধরে এক এবং অনন্য ক্ষমতায় রাশিয়া শাসন করছেন। সোভিয়েত গুপ্তচর সংস্থা কেজিবি এবং এর উত্তর-সোভিয়েত রাশিয়ান উত্তরসূরি, এফএসবি-র সঙ্গে কাজ করার পর পুতিন তার দেশের নিরাপত্তা ব্যবস্থার উপর শক্তহাতে নিয়ন্ত্রণ রেখেছেন। পুতিনকে নিয়ে একটি প্রবাদ প্রচলিত রয়েছে যে তিনি বজ্রমুষ্ঠি দিয়ে রাশিয়াকে নিয়ন্ত্রণ করেন। কিন্তু কোনওভাবে যদি ইউক্রেনে রাশিয়ার বাহিনী অপমানিত হয় তাহলে পুতিনের প্রেসিডেন্ট পদ থেকে তার অনিচ্ছাকৃত অপসারণ ঘটতে পারে। কিংবা পশ্চিমের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলি রুশ অর্থনীতিকে এমন পরিমাণে ভেঙে দেয় যে এটি সাধারণ জীবনকে ধ্বংস করে দেয়। যেটি আদপে রাশিয়ার মানুষের জন্য ভয়ঙ্করভাবে দুঃখজনক হবে৷ আবার ইউক্রেনে রাশিয়ান বাহিনীর পিছু হঠাও পুতিনের ভাবমূর্তিকে নষ্ট করবে। জনসাধারণের অর্থনৈতিক কষ্ট পুতিনের বিরুদ্ধে আন্দোলন বা বিদ্রোহ ঘটাতে পারে৷ তবে এখনই এই সম্ভাবনার কোনটিই বহু দূরেও তৈরি হয়নি৷ তাই আাপাতত পুতিনকে গদিচ্যুত করা সম্ভব নয় বলেই মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা।

ভারতে সফরের আগেই করোনা আক্রান্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী, পিছতে পারে সফর ভারতে সফরের আগেই করোনা আক্রান্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী, পিছতে পারে সফর

English summary
America's president Joe Baiden in a speech from poland asks russia's people to ousted Putin from russian throne. In which math it is may be possible, here is a discussion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X