For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আটলান্টায় কলা বউ স্নান! গল্প মনে হলেও সত্যি,পুজোর দিনে আরও চমক দিতে তৈরি পূর্বাশা

বাংলা কাঁপছে তিতলি-র আতঙ্কে। আর আটলান্টা এখন কাঁপছে কলাবউ স্নান নিয়ে। সাত-সমুদ্র তেরো নদী পেরিয়ে আমেরিকায় এখন মা-দুর্গার আরধনায় চলছে কাউন্ট-ডাউন।

Google Oneindia Bengali News

বাংলা কাঁপছে তিতলি-র আতঙ্কে। আর আটলান্টা এখন কাঁপছে কলাবউ স্নান নিয়ে। সাত-সমুদ্র তেরো নদী পেরিয়ে আমেরিকায় এখন মা-দুর্গার আরধনায় চলছে কাউন্ট-ডাউন। বিদেশ-বিভুই বলে পুজো আনন্দ চেটেপুটে নিতে উৎসাহের অন্ত নেই পূর্বাশার সদস্যদের। প্রস্তুতিতেও এখন উৎসবের আমেজ। কী ভাবে মা-দুর্গার আরাধনা হবে এবং পুজোর দিনগুলিতে কী ভাবে সেলিব্রেশন চলবে তার সমস্ত রূপরেখাই তৈরি করে ফেলেছে পূর্বাশা।

চলুন আটলান্টা, মাতুন দুর্গোৎসবে

আটলান্টায় বসবাসকারী বাঙালিরা মিলে গড়ে তুলেছেন পূর্বাশা নামে একটি সংগঠন। এই পূর্বাশার ছাতার তলায় বছর ভর নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়া হয়। এবার আটলান্টায় অন্তত হাজার খানেক বাঙালি পূর্বাশার সঙ্গে দুর্গাপুজোর সেলিব্রেশনে মাততে চলেছে। তবে শুধু আটলান্টাতে বসবাসকারীরাই যে এতে অংশ নেন এমনটা নয়। আটলান্টার বাইরে থেকেও বহু বাঙালি এবং ভারতীয় এই দুর্গাপুজোয় অংশ নিয়ে থাকেন।

চলুন আটলান্টা, মাতুন দুর্গোৎসবে

২০১১ সালে আটলান্টার বুকে যাত্রা শুরু 'পূর্বাশা' নামে এই বাঙালি সংগঠনের। এবছরও 'পূর্বাশা'-র ব্যবস্থাপনায় বিশাল করে দুর্গা-আরাধানার আয়োজন হয়েছে। তবে, মার্কিন মুলুকে দুর্গাপুজো বলে তো অফিস-কাছারি ছুটি থাকে না। সেই কারণে অধিকাংশ স্থানেই দুর্গা-পুজোর আয়োজন হয় সপ্তাহান্তে। আটলান্টায় 'পূর্বাশা'-র দুর্গাপুজো এবার ১৯ থেকে ২১ অক্টোবরের মধ্যে। জর্জিয়ার আলফারেট্টার এলিমেন্টারি স্কুলে এই পুজোর আয়োজন করা হয়েছে। ১৯ অক্টোবর মা-এর বোধন দিয়ে পুজোর শুরু। প্রতিদিন পুজোর সঙ্গে সঙ্গে থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, শ্রুতি নাটক, ধুনুচি নৃত্য। এছাড়াও থাকছে দিনভর পেটপুজোর আয়োজন।

চলুন আটলান্টা, মাতুন দুর্গোৎসবে

'পূর্বাশা'-র দুর্গা-প্রতিমা পূজিত হন ডাকের বেশে। তিনদিনে পুজোর বোধন থেকে বিসর্জন করতে হলেও আচার-রীতি পালনে কোনও খামতি না রাখারই চেষ্টা করেন 'পূর্বাশা'-র সদস্যরা। যার জন্য দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ বোধন, কলাবউ স্নান, সন্ধিপুজো- সব আচারই রীতি মেনেই এখানে পালিত হয়। এই পুজোর সবচেয়ে বড় আকর্ষণ এতে যোগ দেওয়া মানুষদের উচ্ছ্বাস ভরা প্রাণ-প্রাচুর্য। বাংলা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে থেকেও দুর্গাপুজোর উৎসবে মাততে কোনও কার্পণ্যই করেন না কেউ। এই পুজোর অন্যতম আকর্ষণ ধুনুচি নৃত্য, শাঁখ বাজানো, বলিউড ডান্স নাইট, কৌতুক নাটক, ছোটদের গান ও আবৃত্তি পরিবেশন। এবার 'পূর্বাশা'-র পুজোয় গান শোনাতে আসছেন সঙ্গীতশিল্পী জিমূত। স্বভাবতই পুজোর কটা দিন উৎসবে মেতে উঠতে প্রায় তৈরি হয়ে গিয়েছে 'পূর্বাশা'। কেউ যদি 'পূর্বাশা'-র পুজো আনন্দ চেটেপুটে উপভোগ করতে চান তাহলে এদের ওয়েবসাইটে ঢুকে কুপন কেটে নিন। ফলে পুজোর দিনগুলিতে আমেরিকায় বসবাসকারীরা আস্বাদন করতে পারেন ভোগের স্বাদ। এছাড়াও 'পূর্বাশা'-র ফেসবুক পেজে ঢুকে জেনে নিন পুজো সম্পর্কীত নানা তথ্য। - https://www.facebook.com/purbashainc, http://purbasha.org/

চলুন আটলান্টা, মাতুন দুর্গোৎসবে

English summary
Purbasha is a socio cultural organisation in Atlanta, USA. They organise Durga Puja for last couple of years. This year they are now on final preparation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X