For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামা হামলার পর জঙ্গি দমনে একযোগে লড়াইয়ের ডাক! আমেরিকা থেকে রাশিয়া গর্জে উঠল নিন্দায়

কাশ্মীর উপত্যায় কাপুরুষোচিত জঙ্গি হামলার নিন্দায় সরব গোটা বিশ্ব। ১৪ ফেব্রুয়ারির এক অভিশপ্ত সময়ে ৪৩ জন সিআরপিএফ জওয়ানের বলিদানের ঘটনায় শোকার্ত গোটা দেশ তথা দুনিয়া।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর উপত্যায় কাপুরুষোচিত জঙ্গি হামলার নিন্দায় সরব গোটা বিশ্ব। ১৪ ফেব্রুয়ারির এক অভিশপ্ত সময়ে ৪৩ জন সিআরপিএফ জওয়ানের বলিদানের ঘটনায় শোকার্ত গোটা দেশ তথা দুনিয়া। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাশিয়া সকলেই এর কড়া নিন্দায় সরব হয়েছে।ভূস্বর্গে এই নারকীয় রক্তলীলার বদলার দাবিতে ক্রমেই সরব হচ্ছে বিশ্বের শক্তিধর দেশগুলি। প্রতিবাদে সরব হয়েছে রাষ্ট্র সংঘ। গর্জে উঠেছে ইরান ,মালদ্বীপ, ফ্রান্স কহ একাধিক দেশ। তবে প্রতিবেশী চিনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

মার্কিন মুলুকের বার্তা


মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার কড়া নিন্দা করে শহীদ পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছে। পাশাপাশি , ভারতের পাশে থেকে জঙ্গি দমনে লড়াইয়ের বার্তা দিয়েছে মার্কিন প্রশাসন।

গর্জে উঠল রাশিয়া

গর্জে উঠল রাশিয়া

রাশিয়ার রাষ্ট্রদূতের ভবন থেকে জানানো হয়েছে, সেদেশ কাশ্মীরে জঙ্গি হামলার চরম নিন্দা জানাচ্ছে। উগ্রপন্থার বিরোধিতা করে রাশিয়া স্পষ্ট ভাষায় এক যোগে জাঙ্গিদমন অভিযানের বার্তা দিয়েছে।

শ্রীলঙ্কার বার্তা


শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীও এদিন কড়া ভাষায় জম্মু ও কাশ্মীরের বুকে নাশকতার ঘটনার নিন্দা করেন। পাশাপাশি শহীদ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেন।

নেপালের বার্তা

উপত্যকার রক্তাক্ত হামলার ঘটনায় ভারতের পাশে নেপালও। নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মার তরফে এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

English summary
Global powers USA, Russia and France besides neighbours Bangladesh, Bhutan, Sri Lanka and Maldives have condemned Pulwama terror attack in strongest possible terms.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X