For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর কাছে শান্তি ভিক্ষা ইমরানের! পুলওয়ামা পরবর্তী পর্যায়ে নয়া বার্তা পাক প্রধানমন্ত্রীর

পুলওয়ামাকাণ্ডের পরবর্তী পর্যায়ে ইমরান খান এক বার্তায় ইতিমধ্যেই জানিয়েছেন, সন্ত্রাসবাদ নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় তিনি ইচ্ছুক।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামাকাণ্ডের পরবর্তী পর্যায়ে ইমরান খান এক বার্তায় ইতিমধ্যেই জানিয়েছেন, সন্ত্রাসবাদ নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় তিনি ইচ্ছুক। তবে ইমরানের সেই বার্তাকে কার্যত পাত্তাই দেয়নি নয়া দিল্লি। সন্ত্রাস দমনে পাকিস্তানের পাঠান কিছু করে দেখাতে পারেন কি না, তা দেখতে চেয়ে কার্যত ইমরানকেই পাল্টা চাপে রাখেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী। এরপরই ফের একবার ইমরান খানের তরফে এল শান্তির আবেদন।

মোদীর কাছে শান্তি ভিক্ষা ইমরানের! পুলওয়ামা পরবর্তী পর্যায়ে নয়া বার্তা পার প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয় , 'পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের প্রতিশ্রুতি রাখেন। যদি ভারত আমাদের প্রমাণ দেযযার দ্বারা আমরা ব্য়বস্থা নিতে পারি , তাহলে আমরা ব্যবস্থা নেব'। পাশাপাশি এক বিবৃতিকে ইমরান খান ভারতের কাছে আবেদন করেন, 'শান্তির সুযোগ দিন', মন্তব্যের মাধ্যমে।

উল্লেখ্য, এর আগে রাজস্থানের সভায় মোদী ইমরান খানকে তাক করে বলেন, ' আপনি যদি সত্যিই পাঠানপুত্র হন তাহলে সসম্মানে ব্যবস্থা নিন। আর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।' উল্লেখ্য, পুলওয়ামায় ৪০ জন ভারতীয় জওয়ানকে হত্যার নেপথ্যে পাক আশ্রিত জইশ -ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর হাত থাকার সমস্ত তথ্য উঠে এসেছে। ঘটনার দায় স্বীকার করেছে জইশও। এরপর পাকিস্তানের তরফে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ চেয়ে বসেন ইমরান। যে দাবিকে ভারত 'লোক দেখানো কাজ ' বলে নস্য়াৎ করে দিয়েছে।

English summary
Pakistan Prime Minister Imran Khan on Sunday asked his Indian counterpart.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X