For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর নিয়ে গরম ভাষণ, বিক্ষোভের জেরে পিঠটান দিলেন বিলাবল

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ভুট্টো
লন্ডন, ২৭ অক্টোবর: লন্ডনের রাস্তায় কাশ্মীর নিয়ে গরম-গরম ভাষণ দিচ্ছিলেন তিনি। হঠাৎই বিপত্তি। স্লোগানের পাশাপাশি তাঁর উদ্দেশে উড়ে এল জলের খালি বোতল, প্লাস্টিকের ক্যান, দলা পাকানো কাগজ। শেষে হাওয়া খারাপ বুঝে পিঠটান দিলেন বিলাবল ভুট্টো।

কিছুদিন আগেই কাশ্মীর নিয়ে ভারতকে একপ্রস্থ হুমকি দিয়েছিলেন প্রয়াত বেনজির ভুট্টোর পুত্র বিলাবল। পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী হিসাবেই তাঁকে এখন তুলে ধরছে পিপিপি বা পাকিস্তান পিপলস পার্টি। সুতরাং, তিনি অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী হলে কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে গোলমাল বাধবে, এটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। এ বার বিদেশের মাটিতে কাশ্মীর ইস্যু নিয়ে বেজায় নাজেহাল হলেন তিনি।

গতকাল ট্রাফালগার স্কোয়্যার থেকে ডাউনিং স্ট্রিট পর্যন্ত একটি মিছিলের আয়োজন করেছিল পিপিপি। দলের প্রথম সারির নেতারা ছাড়াও ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য লর্ড নাজির আহমেদ। মিছিলের শেষে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বক্তৃতা দিতে ওঠেন বিলাবল। আর তখনই ধ্বনি ওঠে 'বিলাবল মুর্দাবাদ', 'পাকিস্তান মুর্দাবাদ' ইত্যাদি। উড়ে আসতে শুরু করে জলের খালি বোতল, দলা পাকানো কাগজ। প্লাস্টিকের ক্যান ছুড়ে মারা হয় বিলাবলকে লক্ষ্য করে। অবস্থা দেখে তিনি মঞ্চ থেকে নেমে পড়েন। পুলিশ তাঁকে ঘিরে ধরে অন্যত্র নিয়ে চলে যায়।

বিক্ষোভকারীরা এসেছিলেন মূলত ইস্ট মিডল্যান্ডসের ডার্বি শহর থেকে। এঁদের দাবি, কাশ্মীরবাসীদের স্বপ্ন দেখিয়েও তা পূরণ করেনি পাকিস্তান। তাই কাশ্মীরিদের ভবিষ্যৎ তারা নিজেরা ঠিক করবে। এটা নিয়ে রাজনীতি করা চলবে না।

English summary
Protesters hurled abuses at Bilawal Bhutto regarding Kashmir issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X