For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুকে গুলি, গায়ে আগুন; ফের আন্দোলনের আগুনে জ্বলছে হংকং

ফের উত্তাল হংকং। সোমবার গণতন্ত্রপন্থী আনদোলনরকারী ও পুলিশের মাঝে বিক্ষোভ সংঘর্ষের পর অন্তত দুই জন আন্দোলনকারীর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

Google Oneindia Bengali News

ফের উত্তাল হংকং। সোমবার গণতন্ত্রপন্থী আন্দোলনকারী ও পুলিশের মাঝে বিক্ষোভ সংঘর্ষের পর অন্তত দুই জন আন্দোলনকারীর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। ফেসবুকে একটি লাইভ ফুটেজে দেখা গিয়েছে, এক পুলিশ কর্মী এক বিক্ষোভকারীর বুকে গুলি মেরেছে। অপর এক ঘটনায় একজনের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

বিক্ষোভকারীকে গুলি পুলিশের

বিক্ষোভকারীকে গুলি পুলিশের

ভিডিয়োটিতে দেখা যায়, একজন পুলিশ কর্মী বন্দুক নিয়ে সড়ক অবরোধ করা একজনের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি করছে। এই সময় মুখ ঢেকে রাখা আরেকজন এগিয়ে এলে পুলিশ কর্মকর্তা তাকে গুলি করেন। এরপরও ধ্বস্তাধ্বস্তি চলার মধ্যে ওই পুলিশ কর্মকর্তা আরো দুটি গুলি করেন। ওই গুলি কোথায় গেছে ফুটেজে তা পরিষ্কার ভাবে বোঝা যায়নি। তবে গুলির পর ফুটেজে ২১ বছর বয়সের এক বিক্ষোভকারীকে মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে।

তৃতীয়বারের মত পুলিশের গুলি

তৃতীয়বারের মত পুলিশের গুলি

চলতি বছরের জুনে হংকংয়ে বিক্ষোভ শুরু হওয়ার পর এই নিয়ে তৃতীয়বারের মত পুলিশ কাউকে গুলি করেছে । এর আগে গত ১ অক্টোবর চিনে কমিউনিস্ট শাসনের ৭০ বছর পূর্তির দিন এক তরুণ বিক্ষোভকারীকে গুলি করেছিল পুলিশ। এরপর ৪ অক্টোবর পুলিশের গুলিতে ১৪ বছর বয়সী এক কিশোর জখম হয়েছিলে।

বেইজিংপন্থি সমর্থকের গায়ে আগুন

বেইজিংপন্থি সমর্থকের গায়ে আগুন

ওই ঘটনা ছাড়াও বিক্ষোভকারীদের সঙ্গে বচসার পর এক বেইজিংপন্থি সমর্থকের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার দৃশ্যও দেখা গিয়েছে অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে। গত শুক্রবার ২২ বছরের এক বিক্ষোভকারীর মৃত্যুর পর নতুন করে জ্বলে ওঠা বিক্ষোভের আগুনের রেশেই সোমবার বিক্ষোভ ও হিংসার ঘটনা ঘটে হংকংয়ে।

জুনে শুরু হয় বিক্ষোভ

জুনে শুরু হয় বিক্ষোভ

চিনের মূলভূখণ্ডে বন্দি প্রত্যর্পণ নিয়ে একটি প্রস্তাবিত বিল বাতিলের দাবিতে গত জুন মাস থেকে হংকংয়ে এ আন্দোলন-বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মুখে সেই বিল বাতিল করা হলেও জারি থাকে আন্দোলন। গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা আত্মনিয়ন্ত্রণ অধিকার সংক্রান্ত আরও অনেক দাবি নিয়ে বিক্ষোভ চালিয়ে যেতে থাকে।

বিক্ষোভকারীদের হুঁশিয়ারি ক্যারি লামের

বিক্ষোভকারীদের হুঁশিয়ারি ক্যারি লামের

তবে হংকং প্রশাসনের প্রধান ক্যারি লাম সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে বলেছেন, তারা দাবি আদায়ে সফল হবে না। তিনি বলেন, "হংকংয়ে যত তাড়াতাড়ি সম্ভব সহিংসতার অবসান ঘটানোর পথ বের করতে আমরা সবরকম চেষ্টা করে যাব।"

চিনের আগ্রাসন নেপালের মাটিতে! বিক্ষোভে উত্তাল ভারতের প্রতিবেশী দেশচিনের আগ্রাসন নেপালের মাটিতে! বিক্ষোভে উত্তাল ভারতের প্রতিবেশী দেশ

কমছে পোকা–মাকড়ের সংখ্যা, প্রভাব পড়ছে পরিবেশে, প্রমাণ গবেষণায়কমছে পোকা–মাকড়ের সংখ্যা, প্রভাব পড়ছে পরিবেশে, প্রমাণ গবেষণায়

English summary
protester shot as violence errupts in hong kong for demand of more autonomy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X