For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফক্সকনের বৃহত্তম আইফোন ফ্যাক্টরিতে শ্রমিক বিক্ষোভে হিংসা! চিনের ঝেংঝাউতে শুরু ধরপাকড়

অ্যাপেল আইফোনের সরবরাহকারী, চিনে ফক্সকনের সব থেকে বড় কারখানায় কর্মীদের আন্দোলনে হিংসা। আন্দোনকারী কর্মীদের সঙ্গে নিরাপত্তা বাহিনী এবং ওই কোম্পানির আধিকারিকদের সংঘর্ষ হয়। কোভিড লকডাউনের সময় কাজের জন্য দেরিতে

  • |
Google Oneindia Bengali News

অ্যাপেল আইফোনের সরবরাহকারী, চিনে ফক্সকনের সব থেকে বড় কারখানায় কর্মীদের আন্দোলনে হিংসা। আন্দোনকারী কর্মীদের সঙ্গে নিরাপত্তা বাহিনী এবং ওই কোম্পানির আধিকারিকদের সংঘর্ষ হয়। কোভিড লকডাউনের সময় কাজের জন্য দেরিতে বোনাস দেওয়ার অভিযোগের সরব হয়েছেন কর্মীরা।

ফক্সকনের বৃহত্তম আইফোন ফ্যাক্টরিতে শ্রমিক বিক্ষোভে হিংসা! চিনের ঝেংঝাউতে শুরু ধরপাকড়

সেখানকার একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মধ্য চিনের ঝেংঝাউতে ফক্সকনের আইফোন কারখানায় বিক্ষোভে হিংসা ছড়িয়ে পড়েছে। নতুন করে করোনা সংক্রমণের কারণে কর্মী ছেড়ে যাওয়ার মুখে পড়েছে ওই সংস্থা।
তবে নতুন সমস্যার কারণে ছুটির মরসুমে কেনাকাটায় অ্যাপেলের সাপ্লাই চেনে ব্যাঘাত ঘটাতে পারে বলেই মনে করা হচ্ছে।

সেখানে নতুন করে করোনা ছড়িয়ে পড়ার কারণে কর্মীরা কয়েক সপ্তাহ কড়া লকডাউনের মধ্যেই কাটিয়েছেন। কর্মীরা তাদের বোনাস দেওয়ার সময় পিছিয়ে যেতে পারে এই খবর পাওয়ার পরেই বিক্ষোভ শুরু করে দেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও-য় দেখা গিয়েছে শত শত কর্মী রাস্তা মিছিল করে গিয়ে দাঙ্গা বিরোধী পুলিশের দিকে লাঠি এবং ইটের টুকরো ছুঁড়ছে।

কারখানায় হিংসার পাশাপাশি সাধারণের বিক্ষোভের কথা স্বীকার করে নিয়ে ফক্সকন। যা সেখানে হন হাই প্রেসিশন নামেই পরিচিত। সংস্থার তরফে বলা হয়েছে, হিংসা হলেও প্রতিবাদকে তারা সম্মান করে। তারা কর্মীদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া চালিয়ে যাবে বলেও জানিয়েছে। পাশাপাশি এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য সরকারকেই ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছে।

অপর একটি রিপোর্টে সেখানকার প্রাক্তন এক কর্মী্কে উদ্ধৃত করে বলা হয়েছে, প্ল্যান্টে থাকা নতুন কর্মীরা রিটেনশন ভাতা পেতে গেলে তাদের ২০২৩-এর ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে থাকতে হবে বলে আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে সেখানকার শর্তাবলীর পরিবর্তন করা হয়েছে। এর জন্য সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

চালু নতুন পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম! শীঘ্রই ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে গুগলওচালু নতুন পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম! শীঘ্রই ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে গুগলও

English summary
Protest in Foxconn's largest iPhone factory in Zhengzhou, China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X