For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আত্মহত্যায় প্ররোচনা দেয়ায় স্বামীর কারাদণ্ড

বাংলাদেশে একজন গৃহবধূর মৃত্যুর দু বছর পর আদালত তার স্বামীকে দশ বছর কারাদণ্ড দিল, আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগে।

  • By Bbc Bengali

ওয়াহিদা সিফাত
Facebook/Anwar Ali
ওয়াহিদা সিফাত

বাংলাদেশে একজন গৃহবধূ আত্মহত্যা করবার দু বছর পর আদালত তার স্বামীকে প্ররোচনা দেবার অভিযোগে দশ বছর কারাদণ্ড দিল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার প্রাক্তন শিক্ষার্থী ওয়াহিদা সিফাত ২০১৫ সালের মার্চ মাসে মারা যান।

তিনি আত্মহত্যা করেছেন বলে দাবী করা হয়, ময়না তদন্তেও সেরকম প্রতিবেদন আসে, কিন্তু পরে আদালতের নির্দেশে করা দ্বিতীয় দফা একটি ময়না তদন্তে তার শরীরে আঘাত ও নির্যাতনের চিহ্ন মেলে এবং আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ মামলার অভিযুক্তরা হচ্ছেন মিসেস সিফাতের স্বামী মোহাম্মদ আসিফ প্রিসলি, শ্বশুর মোহাম্মদ হোসেন রমজান, শ্বাশুড়ি নাজমুন নাহার নাজলী ও প্রথম ময়না তদন্তকারী চিকিৎসক জোবাইদুর রহমান।

আজকের রায়ে মি. প্রিসলিকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে এবং বাকীদের বেকসুর খালাস দিয়েছে।

মামলাটি হত্যার অভিযোগে পরিচালিত হলেও শেষ পর্যন্ত হত্যার অভিযোগ আদালতে প্রমাণ হয়নি। দণ্ড হয়েছে আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগে।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই রায় দেয়া হয়।

চাঞ্চল্য সৃষ্টিকারী মামলা হিসেবে রাজশাহীর আদালত থেকে মামলাটিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছিল।

English summary
In a case related to sicide of a house wife, a Bangladesh court ordered 10 years of prison to her husband. She is claimed to have committed suicide, according to the autopsy report, but the court later in a second round match autopsy on his body with signs of torture and injuries.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X