For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭৬ বছর বয়সে প্রয়াত 'ব্ল্যাক হোল' তত্ত্বের জনক স্টিফেন হকিং

অচল শরীর ও সচল মস্তিষ্কের লড়াই থামিয়ে, পৃথিবীর মায়া কাটিয়ে প্রয়াত হলেন বিশ্ববরেণ্য পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। তাঁর পরিবারের তরফে এই খবর জানানো হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

  • |
Google Oneindia Bengali News

থেমে গেল দৌড়। অচল শরীর ও সচল মস্তিষ্কের লড়াই থামিয়ে, পৃথিবীর মায়া কাটিয়ে প্রয়াত হলেন বিশ্ববরেণ্য পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। তাঁর পরিবারের তরফে এই খবর জানানো হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। [আরও পড়ুন : বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের জীবনী, যৌবন থেকে আমৃত্যু রোগের সঙ্গে লড়াইয়ের এক অনন্য কাহিনি]

৭৬ বছর বয়সে প্রয়াত বিশ্ববরেণ্য পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং

পরিবারের তরফে বিবৃতি দিয়েছে হকিংয়ের সন্তান লুসি, রবার্ট ও টিম একসঙ্গে জানিয়েছেন, কেমব্রিজে নিজের বাসভবনেই বুধবার সকালে হকিংয়ের প্রয়াণ হয়েছে।

স্টিফেন হকিংয়ের কাজ সারা বিশ্ব মনে রাখবে। তাঁর মেধায় পাশাপাশি সাহস ও শক্তি এবং সঙ্গে জীবনবোধ মানুষের কাছে অনুপ্রেরণার হয়ে রয়েছে। সকলের কাছে তাঁর অভাব অনুভূত হবে। শোকার্ত পরিবারের বার্তায় এমনটাই বলা হয়েছে।

১৯৬৩ সালে হকিং মোটর নিউরন রোগে আক্রান্ত হন। এবং ধীরে ধীরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। তবে স্পিচ জেনারেটিং মেশিনের মধ্য দিয়ে নিজের মনের কথা সামনের মানুষের কাছে পৌঁছে দিতে পারতেন তিনি।

হকিং প্রথম অনিশ্চয়তার তত্ত্ব ব্ল্যাক হোল-এর ঘটনা সামনে এনে দেখান যে ব্ল্যাক হোল থেকে বিকিরিত হচ্ছে কণা প্রবাহ। এই বিকরণ এখন 'হকিং বিকিরণ' নামে পরিচিত। ২০১৪ সালে তাঁকে নিয়ে একটি চলচ্চিত্র তৈরি হয় যার নাম 'থিওরি অব এভরিথিং'।

English summary
Physicist Stephen Hawking has died aged 76, his family has confirmed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X