For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান থেকে মুক্ত হতে চায় সিন্ধ! ইমরান সরকার বিরোধী প্রতিবাদ মিছিলে মোদীর পোস্টার

পাকিস্তান থেকে মুক্ত হতে চায় সিন্ধ! ইমরান সরকার বিরোধী প্রতিবাদ মিছিলে মোদীর পোস্টার

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের রাস্তায় মোদীর প্ল্যাকার্ড! ঘটনার কথা অবিশ্বাস্য হলেও, এটাই সত্যি। পাকিস্তানের হাত থেকে এবার স্বাধীনতা চায় সিন্ধ। আর সেই মর্মে সেখানে জোরদার আন্দোলনে রাস্তায় নেমেছেন মানুষ।

 স্বাধীনতা পন্থী স্লোগান ও মোদী

স্বাধীনতা পন্থী স্লোগান ও মোদী

প্রসঙ্গত, স্বধীনতা পন্থী স্লোগান এবার পাকিস্তানের বুকে। সেখানের সিন্ধ প্রদেশের ইমরান সরকার বিরোধী একটি মিছিল সদ্য খবরে আসে। সিন্ধের বাসিন্দাদের দাবি , এই এলাকার আলাদা একটি সংস্কৃতিক ভাবমূর্তি রয়েছে। যা ক্রমাগত অত্যাচারে বিনষ্ট হচ্ছে। আর তাই পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা চাইছে বিজেপি।

মোদীর পোস্টার

মোদীর পোস্টার

পাকিস্তানে সিন্ধ প্রদেশের বাসিন্দাদের এই জোরালো প্রতিবাদের মাঝে দেখা গেল আন্দোলনকারীদের হাতে প্ল্যাকার্ড। যে প্ল্যাকার্ডে রয়েছে নরেন্দ্র মোদীর ছবি। পাকিস্তানে ইমরান বিরোধী আন্দোলনে মোদীর এই ছবি নিঃসন্দেহে বার্তাবহ।

 মোদী ছাড়াও কাদের প্ল্যাকার্ড!

মোদী ছাড়াও কাদের প্ল্যাকার্ড!

মোদী ছাড়াও পাকিস্তানের রাস্তায় প্ল্যাকার্ডে উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। যা ঘিরেও রয়েছে জল্পনা। এককালে পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। সেই বাংলাদেশেরই রাষ্ট্রনেত্রীর ছবি পাকিস্তানের সরকার বিরোধী প্রতিবাদে জায়গা করে নেওয়ার তা নিয়ে শুরু হইচই।

সিন্ধুদেশের দাবি

সিন্ধুদেশের দাবি

প্রসঙ্গত, সিন্ধু উপত্যকা একটি সভ্যতার জন্য যেমন দিয়েছে , তেমনই বৈদিক সংস্কৃতির জন্ম দিয়েছে। যা পাকিস্তান সরকার ছিন্ন ভিন্ন করছে বলে এলাকাবাসীদের দাবি। আর সেই দাবিতেই এই আন্দোলন বলে খবর।

ছবি সৈ:এএনআই

কালীঘাটের চিন্তা বাড়িয়ে এবার ক্যানিংয়ের হেভিওয়েট নেতা বিজেপিতে, দলবদল সংখ্যালঘুদেরও!কালীঘাটের চিন্তা বাড়িয়ে এবার ক্যানিংয়ের হেভিওয়েট নেতা বিজেপিতে, দলবদল সংখ্যালঘুদেরও!

English summary
Pro-freedom rally in Sindh of Pakistan, PM Modi's placards shown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X