পদ্মাপার থেকেও এল শেষ শ্রদ্ধা! সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা হাসিনার
৪০ দিনের দীর্ঘ লড়াই শেষে অবশেষে রবিবারই শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। দুপুর ১২ টা ১৫ নাগাদ তাঁর মৃত্যুর খবর জানায় বেলভিউ হাসপাতালের চিকিৎসকেরা। এদিকে তাঁর মৃত্যুতে কার্যত শোকস্তব্ধ টলিপাড়া। রাজনীতি হোক বা বিনোদন কিংবা ক্রীড়া জগত, শোকবার্তা আসতে থাকে প্রতিটি মহল থেকেই। এবার পদ্মপার থেকেও এল শেষ শ্রদ্ধা।

ইতিমধ্যেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা জানাতে দেখা য়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত হাসিনা লিখেছেন, “প্রতিভাবান এই শিল্পীর প্রয়াণে অভিনয় জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হল। তবে তাঁর কাজের মাধ্যমে মানুষের হৃদয়জুড়ে চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবেন তিনি। তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবার পরিজনদেরও গভীর সমবেদনা জানাই।”
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের কুষ্টিয়ায় শিলাইদহের কাছে কয়া নামে একটি গ্রামে আদিবাড়ি ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের পূর্বপুরুষদের। পরবর্তীতে তাঁর দাদুর আমল থেকেই নদীয়ার কৃষ্ণনগরে বসবাস শুরু করেন তারা। কৃষ্ণনগরেই ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি তাঁর জন্ম হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এদিকে তাঁর মৃত্যুতে ইতিমধ্যেই গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও।

অধীর গড়ে দুর্নীতিতে তৃণমূল নেতার আরটিআই! পাল্টা বোমা 'হামলা'য় অভিযুক্ত প্রধানের স্বামী