একাদশতম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
একাদশতম ব্রিকস বৈঠকে যোগ দিতে ব্রাজিল পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'দিনের ব্রাজিল সফরে দেশের রাজধানী ব্রাসিলিয়ায় ব্রিকসের সমাপ্তি অনুষ্ঠান ছাড়াও আরও একাধিক বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকার ইংরেজির শেষ অক্ষর জুড়েই 'ব্রিকস’ কথার উৎপত্তি। বিশ্বের মোট জনসংখ্যার ৪২ শতাংশের বেশি মানুষের বাস এই পাঁচ দেশে। এবারের বৈঠক এই পাঁচ দেশের মধ্যে ডিজিটাল অর্থনীতি, বিজ্ঞান প্রযুক্তি সহ সন্ত্রাসবাদ মোকাবিলা সহ একাধিক বিষয়ের উপর জোরদার আলোচনা হবে বলে জানা যাচ্ছে। একই সাথে ব্রিকস সদস্য ভুক্ত দেশ গুলির অর্থনৈতিক উন্নয়নই একাদশতম ব্রিকসে বৈঠকের প্রধান উদ্দেশ্য বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। বিশ্বের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ২৩ শতাংশ রয়েছে এই পাঁচ দেশের দখলে।
Brazil: Prime Minister Narendra Modi arrives in Brasilia for the 11th BRICS(Brazil, Russia, India, China and South Africa) Summit. (file pic) pic.twitter.com/evHPfviJIk
— ANI (@ANI) November 13, 2019
এই বৈঠকের ফলে ব্রিকস সদস্য ভুক্ত দেশ গুলির মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক বোঝাপড়ার রাস্তা অনেক প্রশস্ত করবে বলে আশাবাদী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর ব্রাসিলিয়ায় বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকেও যোগ দিতে পারেন তিনি । আলোচনা হতে পারে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন, চিনের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের সঙ্গে। ভারতীয় কূটনৈতিক মহলের একাংশের ধারণা ওই বৈঠকে জঙ্গি মোকাবিলা প্রসঙ্গে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও জোর দিতে পারে ভারত।
পাশাপাশি দুদিনের এই সম্মেলন শেষে ব্রিকসের বিজনেস ফোরামের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। আন্তর্জাতিক কূটনৈতিক মহলের ধারণা পাঁচ দেশের প্রত্যেকের দ্বিপাক্ষিক সমস্যা মেটানোর ক্ষেত্রে বড়সড় মঞ্চ হয়ে উঠতে পারে ব্রিকসের মঞ্চ।
অন্যদিকে ব্রাজিলের প্রধানমন্ত্রী হিসাবে জাইর বলসোনারো দায়িত্ব নেওয়ার পরই এটা নরেন্দ্র মোদীর দ্বিতীয় ভারত সফর। চলতি বছরের জানুয়ারি মাসে ব্রাজিলের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পর ব্রাজিলে অনুষ্ঠিত জি২০ সামিটেও মুখোমুখি হতে দেখা যায় মোদী- বলসোনারোকে।