For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এআইআইবির সাধারণ সভায় ভাষণ দেবেন মোদী, বৃহত পরিকাঠামোগত উন্নয়নে সাহায্য চাইবে ভারত

মঙ্গলবার মুম্বইয়ে এআইআইবি সভায় বক্তব্য রাখবেন প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী।

Google Oneindia Bengali News

মঙ্গলবার মুম্বইয়ে শুরু হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক (এআইআইবি)-এর গভর্ণরদের বোর্ডের তৃতীয় বার্ষিক সাধারণ সভা। সেখানে উদ্বোধনী বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেল, সড়ক, শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়নের জন্য এআইআইবি-র সঙ্গে অংশীদারি গড়ে তুলতে আগ্রহী ভারত।

এআইআইবির সাধারণ সভায় ভাষণ দেবেন মোদী

২০১৬ সালে ৮৬টি সদস্য দেশ নিয়ে পথ চলা শুরু করেছিল এআইআইবি। এশিয়া ও তার বাইরের কিছু দেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য এই আন্তর্জাতিক ব্যাঙ্ক গড়া হয়। ১০০ বিলিয়ন ডলারের উপর ক্যাপিটাল বেস রয়েছে এআইআইবির-র। ভারতে পরিকাঠামের উন্নয়নের জন্য এই ব্য়াঙ্ক প্রায় ১ বিলিয়ন ডলার লগ্নি করেছে।

এবারের জেনারেল মিটিং-এ ভারত বৃহত পরিকাঠামোগত উন্নয়নে এআইআইবি-র সাহায্য চাইবে বলে জানা গিয়েছে। সরকারের এক সূত্রের দাবি, মেট্রোরেল, উচ্চ গতির রেল, রাস্তা, শক্তি এবং আরআরটিএস-এর মতো যোগাযোগ প্রকল্পের ক্ষেত্রে এই ব্যাঙ্কের লগ্নি চাইতে পারে। মুম্বই মেট্রোও নতুন চারটি লাইন গড়োর জন্য এআইআইবি-র সাহায্য পেতে আগ্রহী বলে জানা গিয়েছে।

এই বছরের এআইআইবি-র বার্ষিক সভার থিম হল, 'মোবিলাইজিং ফাইনান্স ফর ইন্ফ্রাস্ট্রাকচার: ইনোভেশন অ্যান্ড কোলাবরেশন'। সম্মেলনে পরিকাঠামোর উন্নয়নের ফাঁক পূরণে প্রাইভেট সেক্টরগুলির ভূমিকা নিয়ে আলোচনা হবে।

মোদি সরকারের পরিকাঠামোর উন্নয়নে সর্বাধিক জোর দিয়েছে। ২০১৪-১৫ সালে যেখানে এই খাতে বরাদ্দ ছিল ১.৮১ ট্রিলিয়ন টাকা, সেখানে ২০১৭-১৮-তে তা বেড়ে হয়েছে ৪.৯৪ ট্রিলিয়ন টাকা। কিন্তু এও যথেষ্ট নয় বলে জানিয়েছে এআইআইবি। এবারের সভা থেকে ভারত কী আদায় করতে পারে সেটাই দেখার।

English summary
Prime Minister Narendra Modi will address AIIB meeting in Mumbai on Tuesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X