For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হংকংয়ের বিদ্রোহীদের কড়া হুঁশিয়ারি চিনের প্রেসিডেন্ট জিনপিংয়ের

ফের আগ্রাসী চিনের চেহারা মুখোশ খুলে বেরিয়ে এলো। হংকংয়ের বিদ্রোহীদের কড়া হুঁশিয়ারি দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। চিনের অধীনতা থেকে মুক্তির আন্দোলন চালিয়ে যাচ্ছে হংকং।

Google Oneindia Bengali News

ফের আগ্রাসী চিনের চেহারা মুখোশ খুলে বেরিয়ে এলো। হংকংয়ের বিদ্রোহীদের কড়া হুঁশিয়ারি দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। চিনের অধীনতা থেকে মুক্তির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে হংকং। এই নিয়ে চিনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এর আগে পাওয়া যায়নি। এই প্রথম চিনের হুঙ্কার শোনা গেল। প্রেসিডেন্ট জিনপিং হুঁশিয়ারি দিয়ে বলেেছন, চিনকে কেউ টুকরো করতে চাইলে তাকে মাটিতে মিশিয়ে দেবে। নেপাল সফরে গিয়ে এই কড়া বার্তা দিয়েছেন চিনের প্রেসিডেন্ট।

হংকংয়ের বিদ্রোহীদের কড়া হুঁশিয়ারি জিনপিংয়ের

হংকংয়ের বিদ্রোহীদের কড়া হুঁশিয়ারি জিনপিংয়ের

দাপট এতোটাই যে বিদ্রোহ মাথা তুলে দাঁড়াতে দিতে রাজি নয় বেজিং। আগ্রাসনের দাঁত নখ বের করে হংকংয়ের স্বাধীনতার আন্দোলনকারীদের বিরুদ্ধে হুঙ্কার দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। নেপাল সফরে গিয়ে জিনপিং বলেছেন, কোনও বিদেশি শক্তি চিনকে ভাগ করতে চাইলে গুঁড়িয়ে দেওয়া হবে তাকে। হংকংয়ের আন্দোলনে যে বহির্শক্তির হাত রয়েছে তা পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন তিনি। কিন্তু ঠিক কার মদত রয়েছে সেদিকে ইঙ্গিত করেননি তিনি।

চিনের আধিপত্য থেকে স্বাধীন হতে চায় হংকং

চিনের আধিপত্য থেকে স্বাধীন হতে চায় হংকং

দীর্ঘদিন ধরে তিনের আইনের নিয়ন্ত্রণেই চলছে হংকং। এবার সেই আইনের বেষ্টনি থেকে মুক্ত হয়ে নিজের স্বাধীন সত্ত্বা নিয়ে আত্মপ্রকাশ করতে চায় এই ছোট্ট দেশ। গত কয়েকমাস ধরে হংকং উত্তাল হয়েছে এই স্বাধীনতার আন্দোলনে। বিক্ষোভকারীদের আন্দোলনের জেরে বেশ কয়েকবার অবরুদ্ধ হয়েছে হংকংয়ের বিমান পরিষেবা। কাঁদানে গ্যাসের শেল, পুলিসের লাঠি, রাবার বুলেট এমনকী পুলিসের গুলিও চলেছে বিক্ষোভ ঠান্ডা করতে। কিন্তু সেই বিক্ষোভের আগুন আরও দ্বিগুণ তীব্রতায় জ্বলে উঠেছে।

সংখ্যালঘু দমনের চিনের বিরুদ্ধে সরব হয়েছে আমেরিকা

সংখ্যালঘু দমনের চিনের বিরুদ্ধে সরব হয়েছে আমেরিকা

সংখ্যালঘু দমনে অমানবিক আচরণ করছে চিন। এই নিয়ে সরব হয়েছে আমেরিকা। প্রতিবাদে ২৮টি চিনা কোম্পানিকে নিষিদ্ধ ঘোষণা করেেছন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হংকংয়ের এই আন্দোলনের উষ্কানিতে আমেরিকার হাত রয়েছে মনে করছে চিন।

জিনপিংয়ের হুঁশিয়ারি সেই এই মদতদানকারী বাইরের শক্তিকেই ইঙ্গিত করছে বলে মনে করা হচ্ছে।

ভারতে কার্যকলাপ বাড়াচ্ছে জামাত-উল-মুজাহিদিন! প্রতিরোধের উপায় জানিয়ে সতর্কবার্তা এনআইএ-রভারতে কার্যকলাপ বাড়াচ্ছে জামাত-উল-মুজাহিদিন! প্রতিরোধের উপায় জানিয়ে সতর্কবার্তা এনআইএ-র

ফের মোদী সরকারের বিরুদ্ধে সমালোচনার পারদ চড়ালেন রাজনফের মোদী সরকারের বিরুদ্ধে সমালোচনার পারদ চড়ালেন রাজন

English summary
Raghuram Rajan criticise Modi Government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X