For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশজুড়ে গণহারে ভ্যাকসিন দেওয়ার নির্দেশ! পুতিন প্রশাসন আগামী সপ্তাহেই বড় পদক্ষেপে

  • |
Google Oneindia Bengali News

অপেক্ষার পালা শেষ। আগামী সপ্তাহ থেকেই রাশিয়া বড়সড় পদক্ষেপের পথে এগিয়ে যাচ্ছে। সেদেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিন নির্দেশ দিয়ে জানিয়েছেন, যে আগামী সপ্তাহ থেকে গণহারে ভ্যাকসিন প্রয়োগের কাজ শুরু করতে হবে।

দেশজুড়ে গণহারে ভ্যাকসিন দেওয়ার নির্দেশ! পুতিন প্রশাসন আগামী সপ্তাহেই বড় পদক্ষেপে

গোটা রাশিয়া জুড়ে সেদেশের তৈরি করোনা ভ্যাকসিন 'স্পুটনিক ফাইভ' বিনামূল্যে দেওয়া হবে। আগামী সপ্তাহেই সেই কাজ শুরু হতে চলেছে। এর আগে ব্রিটেন ফাইজার ও বায়োএনটেকের মতো ভ্যাকসিনকে ছাড়পত্র দিতেই রাশিয়া স্পুটনিক নিয়ে পদক্ষেপ নিতে শুরু করে ।

এদিকে, আন্তর্জাতিক বাজারে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিকের মূল্য ৭৪০ টাকা ভারতীয় মূল্যে। এটি একটি ডোজের দাম। যার দাম আমেরিকায় ১০ ডলার। সূত্রের দাবি, রাশিয়ার স্পুটনিক বিশ্ববাজারে জানুয়ারি থেকে পাওয়া যাবে।ভারতে ডক্টর রেড্ডিস এবং আরডিআইএফ এই ভ্যাকসিন আনতে চলেছে বলে খবর। প্রসঙ্গত ভারতে ২০২৪ সালের মদ্যে সকলে ভ্যাকসিন পেয়ে যাবেন বলে বার্তা দেন সিরাম ইনস্টিটিউটের আদার পুনাওয়ালা। যে সিরাম ইনস্টিটিউট অক্সফোর্ড ভ্যাকসিন ভারতে আনতে চলেছে। এই ভ্যাকসানিও জানু.ারি নাগাদ আসবে বলে মনে করা হচ্ছে।

English summary
President Vladimir Putin orders mass vaccination with Sputnik V shot in Russia next week
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X