For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাশ্চাত্য সফরে কিশোরকুমারে বুঁদ রাষ্ট্রপতি! শুনলেন বাংলায় ভাষ্য

চেক প্রজাতন্ত্র সফরে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুনলেন কিশোরকুমারের ক্ল্যাসিকাল গান। সেখানে পেলেন ভারতীয় সংস্কৃতির খোঁজ।

  • |
Google Oneindia Bengali News

চেক প্রজাতন্ত্র সফরে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুনলেন কিশোরকুমারের ক্ল্যাসিকাল গান। সেখানে পেলেন ভারতীয় সংস্কৃতির খোঁজ। হিন্দি গান ছাড়াও বাংলা, সংস্কৃত এবং তামিল ভাষার চর্চাও হচ্ছে সেখানে। রাষ্ট্রপতি এবং তাঁর স্ত্রী চেক প্রজাতন্ত্রে থাকা ভারতীয় সম্প্রদায়ের অভ্যর্থনায় হাজির হয়েছিলেন।

কিশোর কুমারের গান

১৯৭৩-এ ধর্মেন্দ্র ও রাখি অভিনীত ব্ল্যাকমেল ছবি। কিশোরকুমারের গাওয়া পল পল দিল কে প্যাস যথেষ্ট জনপ্রিয় হয়েছিল সেসময়ে। শুধু তাই নয় পরবর্তী কয়েক দশকেও হারিয়ে যায়নি সেই গান। চেক সফরে যাওয়া রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সামনে গাওয়া হল সেই গান। গাইলেন সেদেশের নাগরিকরা। তবে গানের সঙ্গে অর্কেস্ট্রার দায়িত্বে ছিলেন কলকাতায় জন্মানো দেবাশিস চৌধুরী।

রাষ্ট্রপতির সামনে বাংলায় কথা

শুধু গানেই শেষ নয়, সেখানকার ছাত্রী জুজানা স্পিকোভার বাংলায় দখল দেখে আপ্লুত রাষ্ট্রপতি। সেই ছাত্রী পরিষ্কার বাংলায় জানালেন রবীন্দ্রনাথের কথা। চার্লস বিশ্ববিদ্যালয়ে ইন্দোলজির ছাত্রী সে।

চেক প্রজাতন্ত্রে সংস্কৃতের চর্চা

রাষ্ট্রপতির সঙ্গে পরিচয় হয়েছে, চার্লস বিশ্ববিদ্যালয়েরই ছাত্র মাইকেল হ্যাভরানেক-এর সঙ্গে। সে সংস্কৃতের চর্চা করে।

তামিল-চর্চা চেক প্রজাতন্ত্রে

সিমোনা জিলোভার সঙ্গেও আলাপ হয়েছে রাষ্ট্রপতির। চার্লস বিশ্ববিদ্যালয়েই তামিল ভাষার চর্চা করে সে।

বৃহস্পতিবারই চেক প্রজাতন্ত্রে পৌঁছেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনদেশ সফরের এটাই শেষ দেশ। পঞ্চম ভারতীয় রাষ্ট্রপতি হিসেবে সেন্ট্রাল ইউরোপ সফরে গিয়েছেন তিনি। ১৯৯৬ সালে সেদেশে প্রথম গিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি শঙ্করদয়াল শর্মা।

English summary
President Ram Nath Kovind was pleasant to go to Czech Republic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X