For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আবেদন রাষ্ট্রপতির

Google Oneindia Bengali News

নিজস্ব সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে । দেশবাসীর প্রতি এমনই আহ্বান জানালেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। স্যাটেলাইট ক্লাবের সদস্য হওয়ায় বাংলাদেশের টেলিযোগাযোগ, আবহাওয়ার পূর্বাভাস, সম্প্রচার কার্যক্রম, মহাকাশ গবেষণা-সহ বিভিন্ন দিক খুলে গিয়েছে। এই সুযোগ ও সম্ভাবনা কাজে লাগিয়ে নিজেদের সংস্কৃতিকে বিশ্বের বিভিন্ন দিকে ছড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।

 বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আবেদন রাষ্ট্রপতির

এদিন সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাত গুণী শিল্পীকে শিল্পকলা পদক দেওয়া হয়। তাঁদের হাতে পদক, মানপত্র ও টাকা তুলে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ২০১৭-র শিল্পকলা পদক পেয়েছেন কণ্ঠসংগীত শিল্পী মিহির লালা, যন্ত্রসংগীত শিল্পী মহম্মদ আলাউদ্দিন মিয়া, নাটকে এস এম মহসিন, লোকসংস্কৃতিতে কাঙালিনী সুফিয়া, চারুকলায় চন্দ্রশেখর দে, আলোকচিত্রে নাসির আলি মামুন এবং নৃত্যে শর্মিলা বন্দ্যোপাধ্যায়।

বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সংস্কৃতির ভূমিকার কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, জাতির যে কোনও প্রয়োজনে বা সংকট মুহূর্তে সংস্কৃতিকর্মীরা সাহসী ভূমিকা পালন করেছেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার ওপর ভিত্তি করে এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে। জাতির পিতা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত যে বাংলার স্বপ্ন দেখেছিলেন, তার লক্ষ্যে অনেকটাই যেতে পেরেছেন তাঁরা। একদিকে যেমন মাথাপিছু আয় বাড়ছে, তেমনই দারিদ্র্যের হার কমছে।

English summary
President appeals for spread of culture through Bangabandhu satellite
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X