For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গৃহবন্দি জিম্বোবেয়ের প্রেসিডেন্ট মুগাবে, সেদেশে যেকোনও মুহূর্তে সেনা বিদ্রোহের আশঙ্কা

ক্রমেই সেনার নিয়ন্ত্রণে যেতে চলেছে জিম্বাবোয়ের রাজপাট। জিম্বাবোয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ক্ষমতা নাটকীয়ভাবে খর্ব হতে শুরু করেছে।

  • |
Google Oneindia Bengali News

ক্রমেই সেনার নিয়ন্ত্রণে যেতে চলেছে জিম্বাবোয়ের রাজপাট। জিম্বাবোয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ক্ষমতা নাটকীয়ভাবে খর্ব হয়। সেদেশ জুড়ে ইতিউতি ঘুরে বেড়াচ্ছে সেনার গাড়ি। সূত্রের খবর, এই মুহুর্তে সেনার হাতে বন্দি সেদেশের প্রেসিডেন্ট মুগাবে। গ্রেফতার হয়ে চলেছেন মুগাবে ঘনিষ্ঠ একের পর এক মন্ত্রী তথা ব্যাক্তিত্ব। যাঁদের সেনা 'অপরাধী' বলে আখ্যা দিয়েছে।

গৃহবন্দি জিম্বোবেয়ে প্রেসিডেন্ট মুগাবে, সেদেশে যেকোনও মুহূর্তে সেনা বিদ্রোহের আশঙ্কা

আর থমথমে এই পরিস্থিতিতে জিম্বায়োরে টিভি চ্যানেলও দখলে এনে ফেলেছে সেনা। সেনার তরফে দেশের টেলিভিশন চ্যানেলের মাধ্যমে জানানো হয়েছে, প্রেসিডেন্ট মুগাবে ও তাঁর পরিবার নিরাপদে রয়েছেন। জানানো হয়েছে, সেনার তরফে মুগাবেকে ঘিরে যে সমস্ত অপরাধীরা রয়েছে তাদের গ্রেফতার করছে সেনা। খুব শিগগিরিই দেশে স্বাভাবিক পরিস্থিতি ফরবে বলে জানানো হয়েছে।

এদিকে বিবিসি সূত্রের খবর, দেসের রাজধানী হারারেতে বোমা বর্ষণ ও গোলাগুলির শব্দ শোনা গিয়েছে। ৯৩ বছরের মুগাবেকে সারেতে ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে জিম্বাবোয়ে সেনা বলে খবর। মার্কিন দূতাবাসের তরফে জিম্বাবোয়ের মার্কিনিদের চরম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আপাত পরিস্থিততিতে যেকোনও সময়ে অভ্যত্থানের ঘোষণার আশঙ্কা করা হচ্ছে সেদেশে।

English summary
Zimbabwe's military appeared to be in control of the country on Wednesday as generals denied staging a coup but used state television to vow to target "criminals" close to President Robert Mugabe.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X