For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা নির্বাচনের আগেই ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার সম্ভাবনা! জমা পড়ল গোপন মার্কিন রিপোর্ট

লোকসভা নির্বাচনের আগেই ভারতে দাঙ্গা বাঁধতে পারে। সেই সম্ভাবনা প্রবল রয়েছে বলে গোপন রিপোর্ট জমা দিল মার্কিন গুপ্তচর সংস্থা।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের আগেই ভারতে দাঙ্গা বাঁধতে পারে। সেই সম্ভাবনা প্রবল রয়েছে বলে গোপন রিপোর্ট জমা দিল মার্কিন গুপ্তচর সংস্থা। হিন্দুত্ববাদী শক্তি নির্বাচনের আগে তাদের ভাবাবেগকে জাগ্রত করে লড়াই জমানোর চেষ্টা করলে সেই সম্ভাবনা আরও বাড়বে বলেই রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মার্কিন ডিরেক্টর অব ন্য়াশনাল ইন্টেলিজেন্স ড্য়ান কোটস নিজের রিপোর্টে এই সম্ভাবনার কথা উল্লেখ করেছেন।

লোকসভা নির্বাচনের আগেই ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার সম্ভাবনা! জমা পড়ল গোপন মার্কিন রিপোর্ট

২০১৯ সালে বিশ্বজুড়ে কোথায় কোথায় বিপদ বা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হতে পারে, তা নিয়ে বিশ্বজুড়ে সমীক্ষা চালিয়েছে এই সংস্থা। তারপরই রিপোর্ট বানিয়ে তা সেনেটের সিলেক্ট কমিটিতে জমা করেছে। তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি যদি হিন্দু জাতীয়তাবাদী ভাবাবেগকে সামনে রেখে বেশি জোরদার প্রচারে নামে তাহলে তা সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশ তৈরিতে অনুঘটকের কাজ করবে।

কোটসের রিপোর্ট বলছে, নরেন্দ্র মোদীর জমানায় বেশ কিছু নীতি এমন নেওয়া হয়েছে যা বিজেপি শাসিত রাজ্য়েই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে। এর ওপরে বিজেপি নেতারা হিন্দুত্ব নিয়ে প্রচার করলে বিপদ বাড়বে বই কমবে না।

পাশাপাশি বলা হয়েছে, এই ধরনের ঘটনা বাড়লে ভারতের মুসলমান সম্প্রদায় আরও বিচ্ছিন্ন হযে পড়বে। যার সুযোগ বিচ্ছিন্নতাবাদী শক্তি ভালোভাবে নিতে পারে। এর ফলে দেশের অভ্য়ন্তরীণ বিপদই আরও বেশি করে বাড়তে চলেছে।

[আরও পড়ুন: আমেরিকায় ট্রাম্পের ভবিষ্যৎ কী! জানিয়ে দিল নয়া সমীক্ষা ][আরও পড়ুন: আমেরিকায় ট্রাম্পের ভবিষ্যৎ কী! জানিয়ে দিল নয়া সমীক্ষা ]

আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত তো বটেই, তারও পর অবধি ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে টানাপোড়েন থাকবে। লোকসভা নির্বাচন পর্যন্ত তা আরও বাড়তে পারে বলেই মার্কিন গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

English summary
Possibility of communal violence in India ahead of Lok Sabha polls, claims US report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X