For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পর্তুগাল বনাম বেলজিয়াম, ইংল্যান্ড বনাম জার্মানি- ইউরোর শেষ ষোলোতে কারা এগিয়ে?

জমজমাট ২ সপ্তাহের পর শেষ হলো ইউরো ২০২১- এর গ্রুপ পর্ব। এবারে সামনের পথ কেমন হতে যাচ্ছে? কাদের সুযোগ বেশি শেষ আটে জায়গা করে নেয়ার।

  • By Bbc Bengali

ইতোমধ্যে শেষ ১৬ তে যেসব দল মুখোমুখি হবে তার সূচিও নিশ্চিত হয়ে গেছে।
Getty Images
ইতোমধ্যে শেষ ১৬ তে যেসব দল মুখোমুখি হবে তার সূচিও নিশ্চিত হয়ে গেছে।

ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব শেষ। ১১ই জুন থেকে দারুণ ফুটবলের পসরা সাজিয়ে ইউরোপীয় দলগুলো জায়গা করে নিয়েছে শেষ ১৬তে।

বিবিসি স্পোর্ট ও ফুটবলের বিশ্লেষকরা টুর্নামেন্ট শুরুর আগে প্রথম পর্ব পার করার সম্ভাব্য যে দলগুলোর কথা বলেছিলেন, সেসব দলই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

ইতোমধ্যে শেষ ১৬ তে যেসব দল মুখোমুখি হবে তার সূচিও নিশ্চিত হয়ে গেছে।

শেষ-১৬ এর ম্যাচগুলো

ওয়েলস বনাম ডেনমার্ক

ইতালি বনাম অস্ট্রিয়া

নেদারল্যান্ডস বনাম চেক রিপাবলিক

বেলজিয়াম বনাম পর্তুগাল

ক্রোয়েশিয়া বনাম স্পেন

ফ্রান্স বনাম সুইজারল্যান্ড

ইংল্যান্ড বনাম জার্মানি

সুইডেন বনাম ইউক্রেন

এখন পর্যন্ত ইউরো চ্যাম্পিয়নশিপে চলমান আসর এবং সর্বকালের সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো।
Getty Images
এখন পর্যন্ত ইউরো চ্যাম্পিয়নশিপে চলমান আসর এবং সর্বকালের সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো।

কোন ম্যাচে চোখ রাখতে পারেন?

ইংল্যান্ড ও জার্মানির ফুটবলীয় লড়াই ঐতিহাসিকভাবেই বেশ বিখ্যাত ও আলোচিত। ওয়েম্বলিতে মুখোমুখি হতে যাচ্ছে গ্যারেথ সাউথগেট ও ইয়োয়াখিম লোয়ের দল।

ইতোমধ্যে জার্মানির কোচ লো বলেছেন, "আমরা ইংল্যান্ড যাচ্ছি। ইংল্যান্ডের বিপক্ষে লন্ডনে, ওয়েম্বলিতে খেলা সবসময়ই দারুণ।"

বিশ্লেষক নাবিল কায়সার বলছেন, কোন বড় টুর্নামেন্টেই জার্মানিকে ছোট করে দেখার সুযোগ নেই।

"জার্মানি সবসময়ই ঘুরে দাঁড়ানোর মতো দল। জার্মানদের মন-মানসিকতার দৃঢ়তাই বড় ব্যাপার।"

টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল পর্তুগালের বিপক্ষে ৪টি গোল দিয়েছে জার্মানি।

আবার ইংল্যান্ডকেও বাতিলের খাতায় ফেলা যাবেনা বলছেন মি. কায়সার।

বর্তমান ফুটবলের বাজারদর হিসেব করলে ইংল্যান্ডের দলটির ফুটবলারদের মোট দাম, ইউরোর দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি।

প্রায় ১.৩ বিলিয়ন প্রাইসট্যাগের এই দলটি এখনো পর্যন্ত কোন গোল হজম করেনি।

যদিও গ্যারেথ সাউথগেটের দলের সমন্বয় এবং একাদশ বেশ সমালোচনা হজম করেছে ইতোমধ্যে। কিন্তু গ্রুপ পর্বে ইংল্যান্ড ২টি জয় ও একটি ড্র দিয়ে ইংল্যান্ড অনায়াসেই নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে।

মজার ব্যাপার হচ্ছে, ইংল্যান্ডের বর্তমান কোচ সাউথগেট ওয়েম্বলিতেই ১৯৯৬ সালের ইউরো ফাইনালে জার্মানির বিপক্ষে পেনাল্টি থেকে গোল মিস করেন।

পেনাল্টি শুটআউটে জার্মানি ইংল্যান্ডের মাঠ থেকে ইংল্যান্ডের বিপক্ষে জিতে শিরোপা নিয়েছিল।

আরো পড়ুন:

মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়লেন ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন

গোলের হিসেবে আর্জেন্টিনার মেসির চেয়ে এগিয়ে ভারতের সুনীল ছেত্রী, বাস্তবতা কী বলছে?

গাদ্দাফির যে ছেলে খেলেছেন ইতালির ফুটবল ক্লাবে

ইংল্যান্ডের বর্তমান কোচ সাউথগেট ওয়েম্বলিতেই ১৯৯৬ সালের ইউরো ফাইনালে জার্মানির বিপক্ষে পেনাল্টি থেকে গোল মিস করেন
Getty Images
ইংল্যান্ডের বর্তমান কোচ সাউথগেট ওয়েম্বলিতেই ১৯৯৬ সালের ইউরো ফাইনালে জার্মানির বিপক্ষে পেনাল্টি থেকে গোল মিস করেন

বেলজিয়াম বনাম পর্তুগাল

এই ম্যাচটিও বেশ আকর্ষণীয় বিশ্বব্যাপী ফুটবল ভক্তদের জন্য।

একদিকে ডি ব্রুইনা, লুকাকু অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো।

এখন পর্যন্ত ইউরো চ্যাম্পিয়নশিপে চলমান আসর এবং সর্বকালের সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো।

এবারের মৌসুমে মাঠে পা থেকে বল হারিয়েছেন আবার সেই বল নিতে ছুটে গেছেন, মাঝমাঠে নেমে এসেছেন, সতীর্থদের উজ্জীবিত করেছেন, পেনাল্টি থেকে স্নায়ুচাপ জয় করে গোল করেছেন।

জার্মানির বিপক্ষে পুরো মাঠ ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে অতিক্রম করে কাউন্টার অ্যাটাকে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

রোনালদোর বর্তমান ফর্মকেই বড় করে দেখছেন বিশ্লেষক নাবিল কায়সার।

"রোনালদো খেলছেন এবং খেলাচ্ছেন," বলেন তিনি।

তবে বেলজিয়াম টিম হিসেবে অনেক বেশি একতাবদ্ধ এখনো পর্যন্ত।

যদিও তেমন বড় প্রতিপক্ষের মুখোমুখি হয়নি দলটি।

কিন্তু ডেনমার্কের বিপক্ষে ম্যাচে পিছিয়ে পড়ার পর দলটির দৃঢ়তা প্রকাশ পেয়েছে।

বৈশ্বিক টুর্নামেন্টে লুকাকু বরাবরই ভালো খেলেন, তার ওপর এবারে ইতালিয়ান লিগে ইন্টার মিলানের জয়ে বড় ভূমিকা পালন করেছেন।

কেভিন ডি ব্রুইনা ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।

সব মিলিয়ে বেলজিয়ামের 'সোনালী প্রজন্ম' এবারে একটা ভালো অবস্থানে আছে।

তবে আরো যেসব ম্যাচ আছে তার মধ্যে স্পেন ও ক্রোয়েশিয়ার ম্যাচটি জমে উঠতে পারে।

স্পেন ও ক্রোয়েশিয়া দুই দলই বেশ লেজেগোরে অবস্থায় টুর্নামেন্ট শুরু করলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে তারা ছন্দ খুঁজে পায়।

লুকা মদ্রিচ ইতোমধ্যে টুর্নামেন্টের অন্যতম সেরা একক পারফরম্যান্স দেখিয়েছেন।

স্পেনের সার্জিও বুসকেটস নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে।

এবারের ইউরোর অন্যতম নিখুঁত দল ইতালি।

প্রথম পর্বে সাত গোল দিয়ে কোন গোল হজম করেনি। শেষ ১২টি ম্যাচে একটি গোলও খায়নি রবার্তো মানচিনির দল।

ইতালির প্র্রতিপক্ষ অস্ট্রিয়া।

ওয়েলস ও ডেনমার্কের ম্যাচটি রোমাঞ্চ ছড়াতে পারে বিশেষত ডেনমার্ক ক্রিস্টিয়ান এরিকসেনের সেই আলোচিত মাটিতে লুটিয়ে পড়ার ঘটনার পর যেভাবে মাঠের খেলায় ঘুরে দাঁড়িয়েছে তাতে বিশ্লেষকরা বাহবা দিচ্ছেন।

আর ওয়েলসের আছেন গ্যারেথ বেল, অ্যারন রামজের মতো অভিজ্ঞ ফুটবলাররা।

English summary
Portugal v Belgium, England v Germany - Who is ahead in the last 16 of Euro?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X