For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রগতিশীল ভ্যাটিকান, সমকামী বিয়েকে সমর্থন জানিয়ে মুখ খুললেন পোপ ফ্রান্সিস

Google Oneindia Bengali News

ভ্যাটিকানের চার্চের মনোভাব আরও প্রগতিশীল হওয়ার পথে। সমপ্রতি পোপ ফ্রান্সিসের বক্তব্যে এমনটাই মনে করা হচ্ছে। যেই সমকামী সম্পর্ককে এত বছর ধরে 'অপ্রাকৃতিক' আখ্যা দিয়ে এসেছিল চার্চ, সেই সমকামী ইস্যুতেই এবার নিজের সমর্থন জানালেন ভ্যাটিকানের প্রধান পোপ ফ্রান্সিস।

সমকামী বিয়ে নিয়ে পোপ ফ্রান্সিসের বক্তব্য

সমকামী বিয়ে নিয়ে পোপ ফ্রান্সিসের বক্তব্য

একটি তথ্যচিত্রে ভ্যাটিকানের প্রধান পোপ ফ্রান্সিসকে সম্প্রতি বলতে শোনা যায়, 'সমকামীরাও ভগবানের সন্তাব। তাঁদেরও পরিবার গঠনের অধিকার রয়েছে।' উল্লেখ্য, চার্চের প্রধানের পদে বসার পর সমকামী ইস্যুতে এটাই পোপ ফ্রান্সিসের সব থেকে সাহসী মন্তব্য। জানা গিয়েছে, সম্প্রতি এই তথ্যচিত্রটি রোম ফিল্ম ফেস্টিভেলে দেখানো হয়। এরপরই পোপের এই বক্তব্যকে ঘিরে হইচই পড়ে যায়।

গির্জার চেনা পরিচিত ছক ভেঙে বিপরীত পথে পোপ

গির্জার চেনা পরিচিত ছক ভেঙে বিপরীত পথে পোপ

পোপ হওয়ার পর থেকে একের পর এক বিতর্কে জড়িয়েছেন ফ্রান্সিস। এর আগে জন্ম নিয়ন্ত্রণ নিয়েও গির্জার চেনা পরিচিত ছক ভেঙে বিপরীত হাওয়ার সওয়ারি হয়েছিলেন পোপ ফ্রান্সিস। বলেছিলেন, প্রচুর সন্তানের জন্ম দিলেই নিষ্ঠাবান ক্যাথলিক হওযা যায় না। এছাড়া সবাইকে চমকে দিয়ে এর আগেও একাধিকবার সমকামী বিয়ে নিয়ে মুখ খুলেছেন পোপ।

সমকামী সন্তানকে সমর্থনের বার্তা

সমকামী সন্তানকে সমর্থনের বার্তা

দুই বছর আগে একটি অনুষ্ঠানে অভিভাবকদের সমকামী সন্তানদের পাশে থাকার পরামর্শ দিয়েছিলেন পোপ। তিনি বলেছিলেন, 'সন্তান সমকামী জানতে পারলে চুপ করে থাকবেন না। নিন্দাও করবেন না। বরং কথা বলুন। সন্তানকে স্বাধীনতা দিন। সমকামিতার কথা প্রকাশ পেলে তাঁকে পরিবার থেকে দূরে সরিয়ে রাখা একেবারেই ঠিক নয়।'

<strong>ইমরান খানের নিয়ন্ত্রণের বাইরে পুলিশ, বিরোধীদের আন্দোলনে চরমে রাজনৈতিক অস্থিরতা</strong>ইমরান খানের নিয়ন্ত্রণের বাইরে পুলিশ, বিরোধীদের আন্দোলনে চরমে রাজনৈতিক অস্থিরতা

English summary
Pope Francis spoke out in favor of same-sex civil unions, said homosexuals are children of God
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X