For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯৫ বছর বয়সে প্রয়াত প্রাক্তন পোপ বেনেডিক্ট ষোড়শ, শোকের ছায়া ভ্যাটিকানে

গত প্রায় এক দশক ধরে অসুস্থ থাকার পর শনিবার নিজের ভ্যাটিক্যান অ্যাপার্টমেন্টেই মৃত্যু হয়েছে তাঁর। আট বছরের কিছু কম সময় ধরে ক্যথলিক চার্চের দায়িত্বে ছিলেন তিনি। ২০১৩ সালে তিনি পদত্যাগ করেন। তিনিই ছিলেন প্রথম পোপ যিনি পদত্য

  • |
Google Oneindia Bengali News

৯৫ বছর বয়সে প্রয়াত প্রাক্তন পোপ বেনেডিক্ট ষোড়শ। গত প্রায় এক দশক ধরে অসুস্থ থাকার পর শনিবার নিজের ভ্যাটিক্যান অ্যাপার্টমেন্টেই মৃত্যু হয়েছে তাঁর। আট বছরের কিছু কম সময় ধরে ক্যথলিক চার্চের দায়িত্বে ছিলেন তিনি। ২০১৩ সালে তিনি পদত্যাগ করেন। তিনিই ছিলেন প্রথম পোপ যিনি পদত্যাগ করেছিলেন।

৯৫ বছর বয়সে প্রয়াত প্রাক্তন পোপ বেনেডিক্ট ষোড়শ

শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩৪ মিনিটে ষোড়শ বেনেডিক্টের মৃত্যু হয়। ভ্যাটিকানের মাতের একলেসি মনার্স্ট্রিতেই তিনি থাকতেন শেষ জীবনে। শনিবার সেখানেই মৃত্যু হয় তাঁর। বয়সজনিত কারণেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। আর এই খবর সামনে আতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা বিশ্বে। বিশেষ করে শোকস্তব্ধ ভ্যাটিকান শহর।

গত বুধবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় বলে সূত্রের খবর। বিশ্বের সব ক্যাথোলিক চার্চগুলিতে গত কয়েকদিন ধরে তাঁর আরোগ্য কামনায় প্রার্থনাও শুরু হয়। পোপ ফ্রান্সিস আবেদন জানিয়েছিলেন, যাতে সবাই প্রার্থনা করেন। পোপ ফ্রান্সিসের উপস্থিতিতে আগামী ৫ জানুয়ারি শেষকৃত্য সম্পন্ন হবে বেনেডিক্টের।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটবার্তায় বলেছেন, সমাজে কাজ করার জন্য তাঁকে প্রত্যেকে মনে রাখবে। গোটা জীবন তিনি চার্চকেই উৎসর্গ করেছিলেন।

জার্মানির বাভারিয়া প্রদেশের জন্ম গ্রহণ করেছিলেন বেনেডিক্ট। ১৯২৭ সালে ১৬ এপ্রিল তাঁর জন্ম। দ্বিতীয় জন পলের পরে তিনি পোপ পদে বসেছিলেন। আধুনিক সময়ে তিনি ছিলেন প্রথম জার্মান পোপ।ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক দাবি প্রাক্তন পোপকে শ্রদ্ধা জানিয়েছেনু। তিনি উল্লেখ করেছেন, ২০১০ সালে যখন বেনেডিক্ট ইউকে সফর করেছিলেন, তখন কতটা আপ্লুত হয়েছিলেন প্রত্যেকে। ক্যাথলিক হন বা না হন, প্রত্যেকেই বেনেডিক্টের অনুগামী ছিলেন বলে জানিয়েছেন সুনক।

এছাড়াও প্রাক্তন পোপ বেনেডিক্টকে শ্রদ্ধা জানিয়েছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চান্সেলর ওলাফ স্কল, আইরিস প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রাক্তন পোপ বেনেডিক্টের মৃত্যুর খবর সামনে আসতেই রোমে সেন্ট পিটার্স স্কোয়ারের সামনে ভিড় জমতে শুরু করে। বহু মানুষ শোক প্রকাশ করেন এদিন। বছরের শেষ দিনে এমন একটি ঘটনা ঘটবে, তা প্রত্যাশা করেননি অনেকেই।

তবে একসময় বিতর্কে জড়িয়েছিলেন এই বেনেডিক্ট। শিশুদের ওপর যৌন নিগ্রহ নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছিল তাঁকে। চলতি বছরের শুরুর দিকে তিনি তাঁর ভুল স্বীকার করেছিলেন। শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি, সে কথা মেনে নিয়েছিলেন তিনি।

English summary
Pope Benedict XVI died in vatican apartment after illness at the age of 95
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X