For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আং সান সুচিকে নিয়ে গান বেঁধেছিলেন পপ তারকা বোনো, এখন সুচির পদত্যাগ চান

২০০০ সালে বোনো আং সান সুচিকে নিয়ে একটি গান বেঁধেছিলেন। 'ওয়াক অন' নামের এই গানটি ২০০২ সালে গ্র্যামি এওয়ার্ড পর্যন্ত জিতেছিল। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে এখন তিনি সুচির পদত্যাগ চান।

  • By Bbc Bengali

আং সান সুচির সঙ্গে পপতারকা বোনো
AFP
আং সান সুচির সঙ্গে পপতারকা বোনো

আং সান সুচি যখন গৃহবন্দী ছিলেন, তখন তাঁর মুক্তির দাবিতে বিশ্বজনমত গঠনে সবচেয়ে সরব ভূমিকা পালনকারীদের একজন ছিলেন রক ব্যান্ড ইউ-টু'র বোনো। কিন্তু সেই বোনো এখন রোহিঙ্গা মুসলিমদের নিপীড়ন-হত্যার জন্য আং সান সুচির পদত্যাগ দাবি করেছেন।

২০০০ সালে বোনো আং সান সুচিকে নিয়ে একটি গান পর্যন্ত বেঁধেছিলেন। 'ওয়াক অন' নামের এই গানটি ২০০২ সালে গ্র্যামি এওয়ার্ড পর্যন্ত জিতেছিল।

বোনো এমনকি এই গানটি বাজানোর সময় তাঁর সমর্থকদের আং সান সুচির মুখোশ পরতে আহ্বান জানাতেন।

কিন্তু বোনো এখন বলছেন, রোহিঙ্গা শরণার্থী সংকট এবং সেখানে রক্তপাতের ছবি দেখে তার বিবষিমা হচ্ছে।

রোলিং স্টোন ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি সত্যিই অসুস্থ বোধ করছি। কারণ সব প্রমাণ যেদিকে অঙ্গুলি নির্দেশ করছে তা দেখে আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। কিন্তু সেখানেই আসলেই জাতিগত নির্মূল অভিযান চলছে।"

"এটা সত্যি সত্যি ঘটছে এবং তাঁকে (আং সান সুচি) পদত্যাগ করতে হবে কারণ তিনি জানেন এটা ঘটছে।"

"তার তো অন্তত এটা নিয়ে আরও বেশি কথা বলা উচিত। আর যদি তার কথা কেউ না শোনো, তার পদত্যাগ করা উচিত।"

বোনো ছিলেন সুচির নামকরা সমর্থকদের একজন
AFP
বোনো ছিলেন সুচির নামকরা সমর্থকদের একজন

জাতিসংঘ সহ বহু আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার সংগঠন ইতোমধ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে যা ঘটছে তাকে জাতিগত নির্মূল অভিযান বলে বর্ণনা করেছে।

আরও পড়ুন: সুচি'র নিরবতায় ক্ষুব্ধ হয়ে অ্যাওয়ার্ড ফেরত

এবার গ্লাসগোর 'ফ্রিডম অব সিটি’ খেতাব হারাচ্ছেন সুচি

অক্সফোর্ড থেকে সরানো হলো অং সান সু চির ছবি

নব্বুই এর দশকে আং সান সুচি যখন মিয়ানমারে গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন, তখন বিশ্বজুড়ে অনেক তারকা তার প্রতি সমর্থন জানিয়েছিলেন, তার পক্ষে বিশ্বজনমত গঠন করেছিলেন।

২০১৫ সালে আং সান সুচি যখন মিয়ানমারের ক্ষমতায় আসলেন তখন তার সমর্থকরা ছিলেন উল্লসিত। কিন্তু মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে তীব্র নিপীড়ন শুরু হওয়ার পর খুব তাড়াতাড়ি তাদের মোহভঙ্গ ঘটে। তাদের অনেকেই সুচির ভূমিকায় ক্ষুব্ধ হন।

এ মাসেরই শুরুতে আরেক আইরিশ পপ তারকা বব গেলডফ একই রকমভাবে আং সান সুচির তীব্র সমালোচনা করেন। তিনি বলেছিলেন, রোহিঙ্গা ইস্যুতে সুচির ভূমিকার প্রতিবাদে তিনি "ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন' পুরস্কার ফিরিয়ে দেবেন। কারণ সুচিকেও এই একই পুরস্কার দেয়া হয়েছে।

এরপর অবশ্য সিটি অব ডাবলিন আং সান সুচিকে দেয়া এই পুরস্কার প্রত্যাহার করে নেয়।

English summary
Pop singer Bono wants Aung San Suu Kyi to resign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X