For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোতল ভর্তি মল হাতে নিয়ে চিনে ভাষণ দিলেন বিল গেটস

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি বিল গেটসও খোলা শৌচমুক্ত পরিবেশের কথা বলতে গিয়ে অদ্ভূত কাণ্ড ঘটালেন।

  • |
Google Oneindia Bengali News

শৌচালয়ের প্রয়োজনের কথা অনেকেই বলেন। খোলা শৌচমুক্ত ভারত গড়তে সরকারে আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের প্রশংসাও শোনা গিয়েছে বিশ্বজুড়ে। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি বিল গেটসও খোলা শৌচমুক্ত পরিবেশের কথা বলতে গিয়ে অদ্ভূত কাণ্ড ঘটালেন।

বোতল ভর্তি মল নিয়ে চিনে ভাষণ দিলেন বিল গেটস

বোতল ভর্তি মল হাতে নিয়ে বক্তৃতা দিলেন তিনি। ঘটনাটি তিনি ঘটিয়েছেন চিনের বেজিংয়ে। উন্নয়নশীল দেশে পর্যাপ্ত পরিমাণে শৌচালয় না থাকার বিষয়টিতে ফোকাস করতে গিয়ে তিনি একথা বলেছেন। বিল বলেন, যেখানে শৌচালয় নেই এমন জায়গায় এই ঘটনা আপনি আরও দেখতে পাবেন।

বাচ্চারা খোলা জায়গায় বেরলে এগুলিই দেখে। এর সংস্পর্শে আসে। যার ফলে নানা সমস্যা তৈরি হয়, রোগ ছড়ায়, এমনকী অপুষ্টিতে মৃত্যু পর্যন্ত হয়, বলেছেন বিল।

শৌচ মুক্ত চিন গড়তে প্রেসিডেন্ট শি জিনপিং দারুণ উদ্যোগ নিয়েছেন। বিল তার প্রশংসা করেন। চিনে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা সারা বিশ্বে নেওয়া হলে কোটি কোটি মানুষ উপকৃত হবেন বলেও মনে করছেন বিল গেটস। সেজন্য সবাইকে এগিয়ে আসতেও আহ্বান জানিয়েছেন তিনি।

English summary
Poop in hand, Bill Gates backs sanitation in developing countries in a programme in China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X