For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্কি করে কারাকোরাম পর্বতে ২৮ হাজার ফুট পথ নেমে রেকর্ড এক পোলিশের

পোল্যান্ডের বাসিন্দা আন্দরেজ বার্গেইল বিশ্বের সবচেয়ে বিপদসঙ্কুল পর্বতমালা কারাকোরাম বা কে২ পর্বতে স্কি করে রেকর্ড গড়ে ফেললেন।

  • |
Google Oneindia Bengali News

পোল্যান্ডের বাসিন্দা আন্দরেজ বার্গেইলের বয়স মাত্র ৩০। তবে এই বয়সেই বিশ্বের সবচেয়ে বিপদসঙ্কুল পর্বতমালা কারাকোরাম বা কে২ পর্বতে স্কি করে রেকর্ড গড়ে ফেললেন তিনি। প্রথম ব্যক্তি হিসাবে এই পর্বতে ২৮ হাজার ফুট রাস্তা স্কি করলেন তিনি। যা আগে কেউ কখনও করেননি। আন্দরেজের স্কিয়িংয়ের ঘটনা তাঁর ভাই বার্তেক ভিডিও করে রেখেছেন। ৮ হাজার মিটারের উপরে ভিডিও করতে পারে এমন ড্রোন দিয়ে ভিডিও করা হয়েছে।

স্কি করে কারাকোরাম পর্বতে ২৮ হাজার ফুট পথ নেমে রেকর্ড এক পোলিশের

বেশ কয়েক বছর ধরেই স্কিয়িং করছেন আন্দরেজ। ২০১৫ সালে পোলিশ গোল্ডেড ক্রস অ্যাওয়ার্ড পান তিনি। ন্যাশনাল জিওগ্রাফিক অব পোল্যান্ড তাঁকে 'ম্যান অব দ্য ইয়ার' সম্মানও দেয়। শিশাপাঙ্গমা, মানসলু ও ব্রড পিক-এ স্কিয়িং করার জন্য এই পুরস্কার পান তিনি।

২০১৭ সালে প্রথমবার কারাকোরাম থেকে স্কি করে নামার চেষ্টা করেছিলেন আন্দরেজ। তবে অত্যন্ত খারাপ আবহাওয়া ও তুষারপাতের জন্য মাঝপথে থেমে যেতে হয় তাঁকে।

পাকিস্তানের দিক থেকে কারাকোরামে স্কিয়িং করেছেন আন্দরেজ। বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং ও বিপদসঙ্কুল পর্বতারোহন বলে মানা হয় এই কে২-কেই। চারজনে একজন পর্বতারোহন করতে গিয়ে মারা যান। মাউন্ট এভারেস্টের পর এটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।

আন্দরেজ স্কিয়িং করে বলছেন, প্রথমবার মাঝপথে থেমে যাওয়ার পরে আরও তিনটি রুট খুঁজে বের করেছিলাম যেখান থেকে একবারে নিচে নেমে আসা সম্ভব হবে। মাত্র দ্বিতীয়বারের চেষ্টাতেই এই অসাধ্যসাধন করতে পেরে তিনি অসম্ভব খুশি বলে আন্দরেজ জানিয়েছেন।

English summary
Polish man becomes the first person to SKI 28,000ft from the summit of the world's most-dangerous mountain K2
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X