For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঢাকা থেকে গ্রেফতার একাধিক বিএনপি নেতা, জেনে নিন বিস্তারিত

ঢাকা থেকে গ্রেফতার করা হল বিএনপির ১৭ জন নেতাকে। প্রথমে পুলিশ তাঁদের আটক করে। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানিয়েছেন, গোপন বৈঠকের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ঢাকা থেকে গ্রেফতার করা হল বিএনপির ১৭ জন নেতাকে। প্রথমে পুলিশ তাঁদের আটক করে। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানিয়েছেন, গোপন বৈঠকের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা থেকে গ্রেফতার একাধিক বিএনপি নেতা, জেনে নিন বিস্তারিত

আটক নেতাদের মধ্যে আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ, শামসুল হুদা, সহসভাপতি ইউনুছ মৃধা, যুগ্ম সম্পাদক কে এম জোবায়ের, আলমগীর হোসেন, আ ন ম সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম।

বিএনপি সূত্রে জানা গিয়েছে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচির প্রস্তুতি ও গাজিপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারে কৌশল ঠিক করতে ঢাকা মহানগর বিএনপির নেতারা বাংলামোটরে একটি ভবনে বৈঠকে বসেন। বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাঁদের আটক করে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারাবন্দী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে চলা আন্দোলনকে দমন করার উদ্দেশ্যেই বিএনপিসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর জুলুম চালানো হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে। সারা দেশে বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এসব নিপীড়ন করে সরকার যেমন জনগণের রোষ থেকে রেহাই পাবে না, তেমনি দেশনেত্রীর মুক্তি আন্দোলনকেও বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি আটক নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

English summary
Police arrests several BNP leaders from Dhaka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X