For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যৌন কেলেঙ্কারির জেরে বিরহ বেলা কাটিয়ে ফের চিড়িয়াখানায় একত্রে দুই কামার্ত গাধা

Google Oneindia Bengali News

যৌন কেলেঙ্কারির জেরে বিরহ বেলা কাটিয়ে ফের চিড়িয়াখানায় একত্রে দুই কামার্ত গাধা
ওয়ারসউ (পোলান্ড), ২৮ সেপ্টেম্বর : অবশেষে ফের অ্যান্টোসিয়ার কাছে ফিরল নেপোলিয়ন। দীর্ঘদিনের বিরহবেলা কাটিয়ে আবার একে অপরের মুখোমুখি।

দুই গাধা, নেপোলিয়ন ও অ্যান্টোসিয়া একে অপরের প্রেমে পাগল। কিন্তু তাদের একে অপরের প্রতি কামার্ত প্রেমনিবেদনই দুজনের বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াল। তাদের যৌন মিলন কেলেঙ্কারির জেরে বিচ্ছিন্ন করা হয়েছিল এই দুই নির্বাক প্রেমীযুগলকে। কিন্তু বিরতির পর ফের তারে ফিরে এল একে অপরের কাছে। পোজনানের চিড়িয়াখানায় ফের একত্রে নেপোলিয়ন-অ্যান্টোসিয়া।

নেপোলিয়ন-অ্যান্টোসিয়ার প্রায় দশ বছরের দাম্পত্য জীবনে সমস্যার সঞ্চার হল এর মহিলার কারণে। ওই মহিলা চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে ক্ষোভ প্রকাশ করেন যে তাঁর ছেলেকে ওই দুই কামুক গাধার প্রজনেন সাক্ষী থাকতে হচ্ছে বলে। এর পর বিষয়টি চিড়িয়াখানা কর্তৃপক্ষ খতিয়ে দেখে নেপোলিয়ন ও অ্যান্টোসিয়াকা দুটি আলাদা খাঁচায় রাখার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী তাদের সরিয়েও দেওয়া হয়েছিল।

কিন্তু সম্প্রতি এই ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, 'আমরা কখনই চাই না কোনও প্রাণীর প্রাকৃতিক নিয়মের জন্য এমন কোনও পদক্ষেপ নিতে যার জন্য প্রাণীদের অসুবিধা হয়।' এ পরই প্রায় এক সপ্তাহের বিরতির পর ফের দুই গাধাকেই এক খাঁচায় নিয়ে যাওয়া হয়।

নেপোলিয়ন ও অ্যান্টোসিয়াকে বিচ্ছিন্ন করে দেওয়ায় চিড়িয়াখানার দর্শনার্থী এমনকী পশুপ্রেমীদের মধ্যে অসন্তোষের সঞ্চার হয়। দুই নির্বাক প্রাণীকে ফের একত্রে আনার জন্য সাক্ষরগ্রহণ অভিযান শুরু হয়। প্রায় ৭০০০ মানুষ সই সংগ্রহ করেন। ফেসবুকে দুটি পেজ তৈরি করে প্রচার চালানো হয়। বিশেষজ্ঞরা জানায় এভাবে প্রাকৃতিক নিয়মের বিপক্ষে গিয়ে যদি দুই প্রাণীকে আলাদা করে দেওযয়া হয় তাহলে তাদের শারীরিক ও মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হয়।

তবে সব ভাল যার শেষ ভাল তার। তাই অ্যান্টোসিয়ার কাছেই ফিরে এল নেপোলিয়ন।

English summary
Poland:two seperated amorous donkeys reunited in Zoo after massive outrage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X