For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাত-সকালে ভোট প্রধানমন্ত্রীর! বিজয়সূচক চিহ্ন প্রদর্শন

রবিবার সাতসকালেই ভোট দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোটদান কেন্দ্র থেকে বেরিয়ে তিনি বিজয়সূচক চিহ্ন প্রদর্শন করেন।

  • |
Google Oneindia Bengali News

রবিবার সাতসকালেই ভোট দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোটদান কেন্দ্র থেকে বেরিয়ে তিনি বিজয়সূচক চিহ্ন প্রদর্শন করেন। তিনি বলেন, নৌকার জয় হবেই। প্রসঙ্গত নৌকা চিহ্ন তার দল আওয়ামি লিগের নির্বাচনী প্রতীক। পাশাপাশি তিনি বলেন, নির্বাচনের ফল মেনে নেবেন তিনি ও তাঁর দল।

সাত-সকালে ভোট প্রধানমন্ত্রীর! বিজয়সূচক চিহ্ন প্রদর্শন

রবিবার সকাল বাংলাদেশের সময় আটটা নাগাদ ১১ তম জাতীয় সংসদ গঠনের জন্য ভোট দান শুরু হয়। আটটা পনেরো নাগাদ ঢাকার সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোটটি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট দেওয়ার পর কেন্দ্র থেকে বেরিয়ে তিনি বিজয়সূচক চিহ্ন প্রদর্শন করেন। তিনি বলেন, নৌকার জয় হবেই। দেশের মানুষ তাঁর সঙ্গে রয়েছেন বলে দাবি করেন প্রধানমন্ত্রী। নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তির জয় হবে বলেও দাবি করেন তিনি। ঢাকার সিটি কলেজ ভোটদান কেন্দ্রে শেখ হাসিনার সঙ্গে ছিলেন স্থানীয় প্রার্থী। এছাড়াও মেয়ে সায়মা ওয়াজেদ এবং বোন শেখ রেহানাও ছিলেন সঙ্গে।

ভোটের আগের রাতে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামি লিগ নেতা কর্মীদের ওপর হামলা ও হত্যা প্রসঙ্গে হাসিনা বলেন, বিএনপি-জামাত এই হামলা চালিয়েছে।

English summary
PM Sheikh Hasina cast her vote in the morning in Bangladesh election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X