For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর 'কামব্যাক'-এ মার্কিন মুলুকে স্বস্তি! ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বলছে ট্রাম্পের দেশ

এক শক্তিশালী জনমত নিয়ে ফের দিল্লির তখতে মোদী সরকার। ১৭ তম লোকসভা নির্বাচনে ফের একবার মোদীর কামব্যাক বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক স্তরে প্রভাব ফেলেছে।

  • |
Google Oneindia Bengali News

এক শক্তিশালী জনমত নিয়ে ফের দিল্লির তখতে মোদী সরকার। ১৭ তম লোকসভা নির্বাচনে ফের একবার মোদীর কামব্যাক বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক স্তরে প্রভাব ফেলেছে। মোদীর জয়ের পরই মার্কিন মুলুক থেকে ফোন এসেছিল ট্রাম্পের। ভারতীয় রাষ্ট্রেনেতাকে উচ্ছ্বসিত শুভেচ্ছা বার্তা জানান মার্কিন প্রেসিডেন্ট। আর এবার তাঁর দেশ জানাল মোদী দিল্লির তখতে ফিরে আসায় তাঁদের প্রতিক্রিয়া কী।

মার্কিন প্রশাসনের বার্তা

মার্কিন প্রশাসনের বার্তা

আগামী সপ্তাহেই ভারতে আসছেন মার্কিন স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেও। তার আগে মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, মোদী ফের দিল্লির তখতে আসায় ভারত-মার্কিন সম্পর্ক উন্নতির দিকে এগিয়ে যাবে। এবিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে মার্কিন সরকার।

কোন কোন দিকে এগিয়ে যাবে সম্পর্ক!

কোন কোন দিকে এগিয়ে যাবে সম্পর্ক!

মার্কিন মুলুকের আশা, বাণিজ্য ও রপ্তানীর ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে। আর মোদী দিল্লির তখতে আসাতেই সেটা দ্রুত সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে। মার্কিন মুলুকের আশা, শক্তিশালী ভারত গঠনে নরেন্দ্র মোদীর ভাবনাচিন্তা অনেকটাই এগিয়ে দেবে দেশকে। এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে মার্কিন সরকার।

মোদী ঝড় নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্প প্রশাসন

মোদী ঝড় নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্প প্রশাসন

মার্কিন বার্তায় স্পষ্ট বলা হয়েছে, যেভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মোদী সরকার মসনদে অসেছে,তাতে তাঁর বাবনা চিন্তা বা পরিকল্পনা লাগু করা আরও সহজ হয়ে যাবে। পাশাপাশি ইন্দো-পেসিফিক এলাকায় ভারতের সঙ্গে মার্কিন মুলুকের একসযোগে কাজ নিয়েও উচ্ছ্বসিত মার্কিন মুলুক।

English summary
PM Narendra Modi's re-election will further deepen US-India ties: State Department.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X