For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনা বাদ্যযন্ত্রে 'তু, তু হ্যায় ওহি', শুনে মোদি যা করলেন

চিনে বলিউডের জনপ্রিয়তা উপলব্ধি করে ভারত ও চিনের মধ্য়ে বিনোদন ক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব দিলেন মেদি

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

একেই বলে কোডাক মোমেন্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর চিনের প্রেসিডেন্ট শি জিনপিং তখন ইস্ট লেকের ধারের গেস্ট হাউসের বাগানে। চমৎকার হাওয়া বইছে। সামনে চিনা বাদ্য়যন্ত্রীরা বসে। দুই রাষ্ট্রনেতা আসতেই তারা শুরু করলেন- চিনা বাদ্য়যন্ত্রে ভেসে উঠল, 'তু, তু হ্য়ায় ওহি দিল নে জিসে আপনা কাহা'।

চিনা বাদ্যযন্ত্রে তু, তু হ্যায় ওহি, শুনে মোদি যা করলেন

[আরও পড়ুন:কোন ব্যাপারে রাজি মোদি ও জিনপিং, যাতে ঘুম উড়লো পাকিস্তানের][আরও পড়ুন:কোন ব্যাপারে রাজি মোদি ও জিনপিং, যাতে ঘুম উড়লো পাকিস্তানের]

কিশোর কুমার আশা ভোঁসলের গাওয়া 'ইয়া ওয়াদা রাহা' ছবির চির রোমান্টিক গানের সুর শুনেই চিনতে পারলেন ভারতের প্রধানমন্ত্রী। মুহুর্তে একটা হাসির ঝিলিক খেলে গেল তার ঠোঁটের পাশে। কমিউনিস্ট গাম্ভীর্য ছেবে বেরিয়ে শি-ও তখন মিটি মিটি হাসছেন। তখন কে বলবে তাদের মধ্য়ে একটা ডোকালাম আছে, আছে সিপিইসি।

ছবির ঋষি কাপুর পুনম ধিলোঁর মতো চিনের 'দিল' ভারতকে 'আপনা' বলবে কিনা তা সময় বলবে। তবে চিনের আপামর জনতার মতো প্রেসিডেন্ট জিনপিংও বলিউডে মত্ত বুঝেই দাও মেরেছেন মোদি। দুদিনের সফরের শেষে ভারতের বিদেশ সচিব বিজয় কে গোখলে জানান, 'বৈঠকে প্রধানমন্ত্রী যে সব প্রস্তাব রেখেছেন তারমধ্য়ে ফিল্ম-সহ বিনোদন ক্ষেত্রে দুদেশের সহযোগিতার কথাও হয়েছে।এই সহযোগিতা বাড়লে দুদেশেরই লাভ। আরও ভারতের চলচ্চিত্র চিনে আসুক, উল্টোটাও হোক।'

এমাসের শুরুতেই ইরফান খান অভিনিত 'হিন্দি মিডিয়াম' প্রথম দিনেই চিনে ২২ কোটি টাকারও বেশি ব্য়বসা করেছে। এছাড়া এবছর চিনে আমির খানের 'সিক্রেট সুপারস্টার' ও সালমান খানের 'বজরঙ্গী ভাইজান' মুক্তি পেয়েছে। তার আগে আমির খান অভিনিত 'দঙ্গল' ও ভাল ব্য়বসা করেছিল।

[আরও পড়ুন:মারা গেল সেই শিশু 'গ্ল্যাডিয়েটর', যার জন্য প্রার্থনা করতেন পোপ ফ্রান্সিসও][আরও পড়ুন:মারা গেল সেই শিশু 'গ্ল্যাডিয়েটর', যার জন্য প্রার্থনা করতেন পোপ ফ্রান্সিসও]

English summary
Prime Minister Narendra Modi has proposed Chinese president Xi Jinping to find ways to collaborate in terms of entertainment including films while bollywood is on road to china.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X